শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭

সত্যবতী

সন্ধ্যে হয়ে আসছিলো প্রায়
সূর্যটা হঠাৎ চারপাশ থেকে
সব আলো লুকিয়ে ফেলে
নিজের শরীরে ধারন করলো যেন,
হয়ে উঠলো এক গোলাকার স্বর্ণপিণ্ড।
সমুদ্রের পাড়ে ঠিক এমন সময়ে
যারা থেকে যায় তারা
বোধ হয় একটু অন্যরকম,
ব্যাথা নিয়ে ঘোরে ফেরে
আর ভাবে
রাতের আঁধারে, ঢেউয়ের তোড়ে
ভাসিয়ে দেবে সবকিছু,
ফুরিয়ে যাবে সব ব্যাথা,
থাকবেনা কোন লেনদেন।
এমন সময়ে কে ওখানে?
বাতাসে উড়ছে এলোমেলো চুল
কে এই নারী?
কার অপেক্ষায় এমন আর্ত চিৎকার?
দামোদর, ও দামোদর
তুই ফির‍্যা আয়,
আমি আর তোরে ছাড়া ভাত খামুনা,
দামোদর, ও দামোদর
তুই ফির‍্যা আয়।
দামোদর কি ফিরবে কখনো সত্যবতীর কাছে?