রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

উন্নয়ন

তুমি উন্নয়নের কথা বল
আমার ঠিক তখনই বুক ধড়ফড় করে ওঠে
তোমার উন্নয়ন মানে আমার শৈশবের
পাহাড়টা আর নেই।
তুমি উন্নয়নের কথা বল
আমার ভ্রু কুঁচকে ওঠে
তোমার উন্নয়ন মানে আমার কাজল দীঘিটি আর নেই
স্তব্ধ হয়ে গেছে 
তুমি উন্নয়নের কথা বল
আমার মন শীতল হয়ে ওঠে
তোমার উন্নয়ন মানে
আমার জানলার ধারের কৃষ্ণচূড়াটি আর নেই
তোমার উন্নয়ন মানে
আমার দুয়ারে বসন্ত নেই
তোমার উন্নয়ন মানে আমার আকাশ ছোট হয়ে আসছে
আমার সূর্য নেই,
চাঁদ নেই, 
তারা নেই
তোমার আরো উন্নয়ন মানে
আমার পাশে একটি রোবট আছে
তুমিও নেই।