মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫

কেও কি ডাকে ?






তোমার বুকের ভাঁজে
আগুন যেথা আছে
সেইখানে কি জলের মতন
তিলের ছোঁয়া আছে ?


শংখ সাদা পিঠে
সিড়ি'র মতন যে পথ
সেই পথে কি ছড়িয়ে দেবো
হারিয়ে বাঁচার শপথ ?

শকুন্তলা গ্রীবায়
লুকিয়ে নিয়ে মুখ
কেও কি কভু টের পেয়েছে
সেথায় সকল সুখ ?

অপরাজিতার দ্বারে
অবাক সমুদ্দুরে
মেয়ে ,কেওকি বল হারিয়ে গেছে
ভীষণ জোয়ারে ?


উফ ,ঠিক মানুষ গুলো ,
কেনো যে এলোমেলো ?
কেনো যে কাছে আসে ?
ভুল সময় ভালোবেসে ?


উঠবোনা আর আমি
অজানা ওই রথে
পথিক তুমি আর ডেকোনা
সর্বনাশা পথে।

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫

তবুও স্বপ্ন





খুব ছুঁতে ইচ্ছে করছে তোমায়
স্বপ্ন দিয়ে নয় ,
আঙ্গুল দিয়ে।

খুব পেতে ইচ্ছে করছে তোমায়
চোখ বন্ধ করে নয় ,
চোখ খুলে।

ভাবছি তোমায় জড়িয়ে ধরি
ভাবনা দিয়ে নয়
আমার দুহাত দিয়ে।

চল একটা ছোট ঘর বানাই ,
কেবল আশা দিয়ে নয়
ইট ,কাঠ আর পাথর দিয়েই।

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫

ইচ্ছে আমার





আমাকে পাঁচ টা মিনিট সময় দেবে ?
তোমায়  একটু দেখবার ?
ওই পাঁচ মিনিট শব্দেরা স্তব্ধ হয়ে যাবে ,
ঝড়ো হাওয়া হঠাত থেমে হবে
মাতাল পাগলা বাতাস ,
আধফোটা সমস্ত ফুল গুলো
সূর্যের পানে ফেরাবে মুখ
হাসবে সব পাপড়ি মেলে ,
ওই পাঁচ মিনিট পৃথিবীর কোথাও কোনো যুদ্ধ হবেনা।
দেবে আমায় শুধু পাঁচ টা মিনিট ?
তোমায় একটু স্পর্শ করবার ?
স্পষ্ট বলে দিচ্ছি........
এরপর আমি ঘড়ির কাঁটা কে
নিশ্চল করে দেবো।


একলা আমার





আমার ভাবতে ইচ্ছে করে তুমি একা ,
তন্বী নারী ,
একা একলা নারী ,
কেও নেই
তোমায় পিছু টানবার।
আমার বড্ড ভাবতে ইচ্ছে করে তুমি একা ,
অদ্ভুত অপরূপ রাজকন্যা ,
দাঁড়িয়ে বারান্দায় ,
যেনোবা আকাশ ছুঁয়ে বাদামী চোখ ,
যেনোবা ওই চোখে কেবল আমারই হারাবার কথা।
আমার ভাবতে ইচ্ছে করে তুমি একা ,
একলা নারী
একাকী মেঠো পথে
যেনো ঝমঝমিয়ে বাজছে নুপুর তোমার ,
ঝরাপাতা মাড়িয়ে হেঁটে যাওয়া
কোনো এক পলাতকা রাজকন্যা।
আমার সত্যিই ভাবতে ইচ্ছে করে তুমি একা
আর
একখানা রাজপুরী
আমি যেনো ভীষণ এক রাজপুত্র হয়ে
হঠাত খুঁজে তোমায় পেয়ে
একটুখানি হাত বাড়িয়ে
পায়ের সাথে জড়িয়ে নিয়ে
চুপটি করে ফিসফিসিয়ে শুধাই তোমায় :
এতদিন কোথায় ছিলে ?
রাজকন্যা ,
আমার বড্ড বেশি ভাবতে ইচ্ছে করে তুমি একা
একলা আমার।

সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০১৫

অদ্ভুত অসুখ




তোমাকে না দেখে যতটা কষ্ট
তার চেয়ে ঢের বেশি যাতনা তোমায় দেখে ফেলবার।
যেই আমি রেখেছি  চোখ তোমার চোখে
অন্ধ হবার আগের ক্ষণে মানুষ কি তবে এমনই থাকে ?
চোখের তৃষ্ণা মিটিয়ে নিতে যা কিছু করার
করে নেয় আগে ?
ভাবেকি ?
জীবনের বুঝি এখানেই শেষ
সমাপ্তি রেখা এখানেই ?
আমি জানিনা ,
বুঝিনা কিছুই অতশত ,
আমার শুধু মনে হয় ,
ফুরোচ্ছে সময় ,
দেখতে দাও আমায় অবিরত।

তোমাকে ছুঁয়ে ফেলার এক বিশেষ যাতনা আবার ,
জানোকি তুমি ?
হে একমাত্র নারী আমার ?
তোমায় স্পর্শের ঠিক পর মুহূর্ত থেকে
গোটা পৃথিবী হয়ে পড়ে জড় পদার্থের মতন।
কোথাও প্রাণ নেই ,
প্রাণী নেই ,
মৃতপুরী এক ,
এমনকি মহাশুন্যে ভেসে থাকা জোছনা কেও মৃত মনে হয়।
অথচ
চিকিত্সক বলে দিয়েছেন
আমার অন্ধত্ব নিবারণ তোমার চোখে ,
আমার প্রাণ ভোমরা তোমার স্পর্শে।  
বড় অদ্ভুত  অসুখ
একমাত্র নারী আমার ,
বলতো
দৃষ্টির বাইরে তোমায় কি করে রাখি ?
তোমার স্পর্শ ছাড়া আমি কি করে বাঁচি ?

রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫

কথা

কথার'ও স্পন্দন আছে;
হয়তো কথার'ও হৃদয় আছে ,
তাই স্পন্দিত হয়।