সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০১৫

অদ্ভুত অসুখ




তোমাকে না দেখে যতটা কষ্ট
তার চেয়ে ঢের বেশি যাতনা তোমায় দেখে ফেলবার।
যেই আমি রেখেছি  চোখ তোমার চোখে
অন্ধ হবার আগের ক্ষণে মানুষ কি তবে এমনই থাকে ?
চোখের তৃষ্ণা মিটিয়ে নিতে যা কিছু করার
করে নেয় আগে ?
ভাবেকি ?
জীবনের বুঝি এখানেই শেষ
সমাপ্তি রেখা এখানেই ?
আমি জানিনা ,
বুঝিনা কিছুই অতশত ,
আমার শুধু মনে হয় ,
ফুরোচ্ছে সময় ,
দেখতে দাও আমায় অবিরত।

তোমাকে ছুঁয়ে ফেলার এক বিশেষ যাতনা আবার ,
জানোকি তুমি ?
হে একমাত্র নারী আমার ?
তোমায় স্পর্শের ঠিক পর মুহূর্ত থেকে
গোটা পৃথিবী হয়ে পড়ে জড় পদার্থের মতন।
কোথাও প্রাণ নেই ,
প্রাণী নেই ,
মৃতপুরী এক ,
এমনকি মহাশুন্যে ভেসে থাকা জোছনা কেও মৃত মনে হয়।
অথচ
চিকিত্সক বলে দিয়েছেন
আমার অন্ধত্ব নিবারণ তোমার চোখে ,
আমার প্রাণ ভোমরা তোমার স্পর্শে।  
বড় অদ্ভুত  অসুখ
একমাত্র নারী আমার ,
বলতো
দৃষ্টির বাইরে তোমায় কি করে রাখি ?
তোমার স্পর্শ ছাড়া আমি কি করে বাঁচি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন