সোমবার, ৩০ মার্চ, ২০১৫
রবিবার, ২৯ মার্চ, ২০১৫
শনিবার, ২৮ মার্চ, ২০১৫
সমুদ্দুর
নীল সমুদ্রই তো
কখনো কেমন সবুজ
আবার রাত্তিরের জোসনা যখন
লুটিয়ে পড়ে ভালবেসে
তখন যেনো রুপোলি জোনাক জ্বলে ওঠে জলের দেশে।
সূর্য যদি নামলো স্নানে
রং দিলো ছুঁয়ে এক নিমেষে
সোনার বরণ তোর্।
সমুদ্দুর
ওরে সমুদ্দুর ,
তোর্ কত রঙ!!!!!!
একবার তুই আমার হবি ?
রাতের ব্যথা শুষে নিবি ?
সবাই যখন ঘুমের দেশে
আমার সাথে পথ হারাবি ?
চলতে পথে বৃষ্টি এসে
দেয় যদি আরো অনেক সুখ ?
ভিজবো আমি তোর্ জলে আর
মেঘের জলে আরেকটুক।
শনিবার, ২১ মার্চ, ২০১৫
আমার জীবন
আমার জীবন রেখেছি
ঘাসফড়িং এর কাছে ,
কচি সবুজ প্রথম পাতায়
প্রজাপতির রঙিন ডানায়
আর পাখির নরম বুকের মায়ায়।
জীবন রেখেছি
মুঠোমুঠো সাদা জোছনায়
শীতল শৈবালে
দীঘির বাঁধানো ঘাটে
আর হিজলের মাতাল সুবাসে।
জীবন রেখেছি আমি
যা কিছু আছে এই কমলালেবুর খোসায়
তার সুঘ্রাণে।
আর
মৃত্যুরে বলেছি ,
আকাশের কাছে থাকো
এসো নাকো কভু মর্ত্যের ধুলোয় মেলাতে।
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫
বুধবার, ১১ মার্চ, ২০১৫
মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
রবিবার, ৮ মার্চ, ২০১৫
প্রার্থনা
ভোরের এই সময়টুকু তোমায় ডেকে তৃষ্ণা মেটেনা। কেবলই মনে হয় দীর্ঘায়িত হউক ভোর।আমি নিষ্পাপ থাকি আরো কিছু সময়। অস্পৃশ্য থেকে যাই জীবনের যত জটিলতা থেকে। ফজরের নামাজ তুমি এত ছোট্ট করে দিলে কেনো প্রভু?
প্রভূ ,তুমি আমায় কোনোদিন ক্লান্ত করোনা। আমি তোমায় আমৃত্যু মধ্যরাতের প্রার্থনায় রাখবো।
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)