সোমবার, ৩০ মার্চ, ২০১৫

স্বপ্নই তো

         
স্বপ্নই তো
দেখতে থাকি ,
বাঁধা তো নাই দেখতে।
আকাশই তো
উড়তে থাকি ,
ভয় কি ডানা মেলতে।
তুমিইতো
ভালবাসতে থাকি
হারিয়ে যেওনা কিছুতে। 
জীবনই তো
খুব কি কঠিন
বাঁচার মতন বাঁচতে ?

আকাশ






বুকের ভেতর আকাশটাকে ধরতে গেছি যেই
আকাশ বলে ধুলোর মাঝে নেইতো আমি নেই।
অপরাজিতার মাঠটি যেনো অবাক চেয়ে রয়
নীলকন্ঠের ডানায় চড়ে  কষ্ট ওড়ে ওই
নীলাঞ্জনা নামটি আমার নীল সাগরে থাকি
একলা হলেই আকাশখানা বুকের মধ্যে রাখি।

রবিবার, ২৯ মার্চ, ২০১৫

রোদ্দুর










আমি তোর্ উষ্ণতা চাই
অঝোরে ঘাম হতে চাই
কালো মেঘ দূরের দেশে
যা চলে যা
রোদ্দুর  ,আয় ছুঁয়ে যা।

শনিবার, ২৮ মার্চ, ২০১৫

সমুদ্দুর







নীল সমুদ্রই তো
কখনো কেমন সবুজ
আবার রাত্তিরের জোসনা যখন
লুটিয়ে পড়ে ভালবেসে
তখন যেনো রুপোলি জোনাক জ্বলে ওঠে জলের দেশে।
সূর্য যদি নামলো স্নানে
রং দিলো ছুঁয়ে এক নিমেষে
সোনার বরণ তোর্।
সমুদ্দুর
ওরে সমুদ্দুর ,
তোর্ কত রঙ!!!!!!
একবার তুই আমার হবি ?
রাতের ব্যথা শুষে নিবি ?
সবাই যখন ঘুমের দেশে
আমার সাথে পথ হারাবি ?
চলতে পথে বৃষ্টি এসে
দেয় যদি আরো অনেক সুখ ?
ভিজবো আমি তোর্ জলে আর
মেঘের জলে আরেকটুক।

শনিবার, ২১ মার্চ, ২০১৫

তোমার জন্য









খুব ক্লান্ত হলে
আমি তোমার মুখ দেখবো।
বিষন্ন হলে
হাত ধরবো তোমার।
তৃষ্ণার্ত যখন
তোমার ঠোঁটের সব জল শুষে নেবো নিমেষে।
অসহ্য আনন্দ হলে
আমি হারাবো তোমার মাঝে।
ক্লান্তি শেষে যখন তীব্র ঘুম নামবে চোখে
আমি তোমার বুকে মুখ লুকোবো।
চলো পালাই
পৃথিবীর সীমাবদ্ধতা ছাপিয়ে
অসীম ,অদ্ভুত কোনো ঠিকানায়।

আমার জীবন










আমার জীবন রেখেছি
ঘাসফড়িং এর কাছে ,
কচি সবুজ প্রথম পাতায়
প্রজাপতির রঙিন ডানায়
আর পাখির নরম বুকের মায়ায়।
জীবন রেখেছি
মুঠোমুঠো সাদা জোছনায়
শীতল শৈবালে
দীঘির বাঁধানো ঘাটে
আর হিজলের মাতাল সুবাসে।
জীবন রেখেছি আমি
যা কিছু আছে এই কমলালেবুর খোসায়
তার সুঘ্রাণে।

আর
মৃত্যুরে বলেছি ,
আকাশের কাছে থাকো
এসো নাকো কভু মর্ত্যের ধুলোয় মেলাতে।

স্বপ্নবন্দনা









উঠলাম মাত্র।

তুমি এসে ডাকলে আমায় ,
আশ্চর্য
স্বপ্ন ছিলো ?
চোখ মেলে দেখি তুমি নেই।
প্রিয়তমা,
তোমায় পাশে পাবার জন্যে
চোখ মেলা যদি বারণ হয়
তবে আমি আজীবন দুচোখ বন্ধ রাখতে চাই। 

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

চন্দ্রা





রূপোর আলোয় মাখা নগ্নতা নিয়ে
মসৃন তুমি উড়ে বেড়াও সমস্ত রাত্তির
কখনো  কেন হয়নাকো মনে
নগ্ন তুমি ,উদাম, অস্থির ?

চন্দ্রাবতী










জলের মাঝারে তব মুখের ছায়া
আকাশ নেমেছে সাথে মেঘের মায়া।

ঝরাপাতা টুপটাপ ভেজে যখনই
কেঁপে ওঠে মুখখানা ঠিক তখনই ।

হঠাত গাছের ফাঁকে রুপোলী মেয়ে
চন্দ্রাবতী কারে ডাকি ?কার পানে চেয়ে ?

বুধবার, ১১ মার্চ, ২০১৫

জলের সাথে



 





                                                       ছুঁইয়া যাইবো আমি সেদিন তাহারে
                                                       আকাশ নামিবে যবে জলের মাঝারে।

মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

শিমুলতলা










পথটি আমার আসন তবে
পিছন ফিরে না চাই
পথের ধূলায় বসত গড়ি
পথেই খুঁজি ঠাঁই।


শিমুলতলায় রক্ত রঙীন
লালের স্রোতে ভেসে ,
হারাই হারাই হারাই কোথা
সেওতো পথের দেশে।

রবিবার, ৮ মার্চ, ২০১৫

প্রার্থনা


 ভোরের এই সময়টুকু তোমায় ডেকে তৃষ্ণা মেটেনা। কেবলই মনে হয় দীর্ঘায়িত হউক ভোর।আমি নিষ্পাপ থাকি আরো কিছু সময়। অস্পৃশ্য থেকে যাই জীবনের যত জটিলতা থেকে। ফজরের নামাজ তুমি এত ছোট্ট করে দিলে কেনো প্রভু?


প্রভূ ,তুমি আমায় কোনোদিন ক্লান্ত করোনা। আমি তোমায় আমৃত্যু মধ্যরাতের প্রার্থনায় রাখবো।







বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

খুঁজি





ঝিরি ঝিরি হাওয়া
নিত্য আসা যাওয়া
হঠাত কি অনুভব
তোরে খুঁজে পাওয়া।

হাওয়ায় ভেসেছি কত
উড়িয়েছি ঘুড়ি
কভূ মনে হয়নিতো
যাচ্ছি কোথা উড়ি।

কোথায় হারায় মন
হৃদয় আমার
বাঁধিবো কেমনে তারে
অজানা আঁধার।

হাওয়া তো হাওয়াই ছিলো
আঁধারো আঁধার
আজ কেনো খুঁজি সেথা
তোরে বারেবার ?