নীল সমুদ্রই তো
কখনো কেমন সবুজ
আবার রাত্তিরের জোসনা যখন
লুটিয়ে পড়ে ভালবেসে
তখন যেনো রুপোলি জোনাক জ্বলে ওঠে জলের দেশে।
সূর্য যদি নামলো স্নানে
রং দিলো ছুঁয়ে এক নিমেষে
সোনার বরণ তোর্।
সমুদ্দুর
ওরে সমুদ্দুর ,
তোর্ কত রঙ!!!!!!
একবার তুই আমার হবি ?
রাতের ব্যথা শুষে নিবি ?
সবাই যখন ঘুমের দেশে
আমার সাথে পথ হারাবি ?
চলতে পথে বৃষ্টি এসে
দেয় যদি আরো অনেক সুখ ?
ভিজবো আমি তোর্ জলে আর
মেঘের জলে আরেকটুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন