শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

মায়াবতী


কত রকম মানুষ তার ছায়ায় এসে বসে। কত গল্প ,কত ঝগড়া ,কত মান -অভিমান ,হাসি, প্রেম, ভালবাসা ,কত ইতিহাস। কিন্তু বড় অদ্ভুত ভাবে বট গাছটা প্রেমে পড়ে গেলো সেই মানুষ'টার।মাঠের মাঝখানটায় ঝুম বৃষ্টিতে ভিজছিলো যখন, তখনই এসেছিলো মানুষটা। না, না। আশ্রয় নিতে নয়। ছায়াবৃক্ষের বৃষ্টিস্নান দেখতে । ছায়ার খোঁজে নয়। বৃষ্টিভেজা সবুজ পাতা দেখতে।
কখনো কিছু জল নিয়ে আসে। ভিজিয়ে দেয় তার  শুকনো শেকড়।কথা বলেনা। নীরব ভালবাসে শুধু। আর ভাবে এই ভালবাসায় কিছুই কি যায় আসে মায়াবতীর ?
বড্ড অভিমান হয় তার।
আচ্ছা ,রাগ ,দুঃখ অভিমান  ছাড়া মানুষের  জীবন হয়না তাইনা ?আমি তোমাকেই ভালবাসি জানো প্রিয় মানুষ ?তুমিই আমার মুক্তি।
মানুষটা  বড় অস্থির হয়ে পাল্টা প্রশ্ন করে : তবে তোমার  কোলে এত মানুষ কে কেনো আশ্রয় দাও ?
নীরব গাছটা চোখের জলটুকু ও ফেলে দেখাতে পারেনা।বলতে পারেনা আমিও ক্লান্ত।আমারো ইচ্ছে করে বাঁচার মতন বাঁচতে ।বৃষ্টিভেজা ভোরে সাগরের জোয়ার দেখতে। 

1 টি মন্তব্য: