মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

অপার্থিবের মাঝি









চাইতে পারো  চাঁদ কিংবা মস্ত বড় আকাশ
দিতে পারি ফুসফুসের ওই একটুখানি বাতাস।

চাইতে পারো  হারিয়ে যেতে গান কিংবা সুরে ,
আমি কেবল শব্দ দেবো হৃৎপিণ্ড ফুঁড়ে। 

চাইতে পারো শান্ত দীঘির কাজলকালো জল 
বলে দিচ্ছি দিতে পারি অশ্রু ছলছল। 

যখন আমি রাখতে পারি জীবনটাকেই বাজী ,
চাইছো কেনো হতে তুমি অপার্থিবের মাঝি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন