সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

কুমু তুই একবার জেগে ওঠ







এসেছে ফাগুন মাস,
কেউ বলে পলাশের
কেউ বলে  শিমুলের
কেউ বা কৃষ্ণচূড়ার।
আর আমি বলি পাগলা হাওয়ার।
এই মুহূর্তে দাঁড়িয়ে আছি
অক্লান্ত ডাল পালা ছড়ানো
ছাতিম গাছটার নীচে।
সময় টা খুব বেশী দিন আগের নয়।
ঠিক এখানটাতেই দাঁড়াতাম
সারা শহর ঘুরে এসে
সারা দিনের কাজের শেষে।
ঠিক এখানটাতেই 
আর ঠিক এই মাসটাতেই সে যেন তীব্র থেকে
তীব্রতর হয়।
রাতের গভীরতার সাথে পাল্লা দিয়ে
বয়ে যায় উচ্ছল আনন্দে
মাতাল বাতাস।
কিন্তু তুই নাম দিলি পাগলা হাওয়া।
আর বললি,
ওকে বয়ে যেতে দে না একবার মৃত শরীরে,
দেখবি ঠিক প্রান পাবে কঙ্কাল ও।
আমি খুব বিশ্বাস করে ফেলেছিলাম তোর কথাটা।
কবর খানার পাশ দিয়ে ঐ হাওয়া বয়ে গেলে
একটু কেমন শিউড়েও উঠতাম।
যদি জেগে ওঠে কোন কঙ্কাল! 



তুই এতো মিথ্যে কথা কেন বলতি রে কুমু?
 তোর মৃত শরীরে কি এই হাওয়া পৌঁছায় না?
কোন দিন ?
কখনো?
মাটির কত নীচে শুয়ে আছিস তুই? 

বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

হঠাৎ পিছু






চিঠিগুলো বিবর্ণ , ধূসর

অপরাজিতার নীল পাপড়ি 
ছিল ডায়েরীর পাতার ভাঁজে
কোথায় যে রেখেছি ডায়েরি টা?
আর মনে পড়েনা।

এখন তো ছবি মানে আর কাগজের ছবি নয়।
আঙ্গুলের আলতো ছোঁয়ায় হাজার ছবির জন্ম হয়।
মনে পড়ে তোর?

সেই এক একটা ছবি?
কোথাও মায়ের রাখা শৈশব,
কোথাও বা আমাদের প্রথম
পাশাপাশি দাঁড়ানো মিষ্টি ছবিটা ?
বেশ গোল গাপ্পা ছিলি তখন দেখতে।
মনে পড়ে?
ওটা ছিঁড়ে টুকরো করার জন্যে কতইনা মারামারি।
ভাগ্যিস রেখেছিলাম বড় যত্নে বুকপকেটে ।
ঠিক যেখানে হৃৎপিণ্ডের শব্দ টা আসতো ভেসে

সেই ছবিটার শেষ অব্দি জায়গা হোল অঙ্ক খাতার পাতায়।
কত বছর
আহা কত বছর লুকিয়ে রেখেছি আদরে, ভালবাসায়।
খাতাটা পেলাম সেদিন।
কেমন অদ্ভুত , অসময়ে,

ফেলতে গিয়ে পুরনো অনেক কিছু
সময় যেন ডাকলো হঠাৎ পিছু।
পায়ের কাছে ছড়িয়ে পড়া
চারটে হলুদ ছবি,
কোথায় লুকাই, কে যে তাকায়,
এলোমেলো সবই।

আর পারিনা রে
আর পারিনা লুকোতে  তোরে ,
সারাটা জীবন লুকিয়ে রেখে
হারাচ্ছিস ধীরে ধীরে ।

আজ তোর ঠিকানায় পাঠিয়ে দিলাম আলমারিটার চাবি
 বুকপকেটে রেখে তোরে ছাড়বো এবার সবই। 

মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬

আজ আমার মন ভালো নেই







আজ আমার মন ভালো নেই।

রোদের আকাশ
পূবের বাতাস
হালকা শীতের
মিষ্টি সুবাস।
তবুও যেন
কেমন করে
মন খারাপের
জানলা খুলে
একটি পাখি
ডানা মেলে
একটি পালক
উড়িয়ে দিয়ে
বললো আমায়,
আজ আমার মন ভালো নেই।

বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

অবাধ্য কষ্টগুলো






কষ্টগুলো সকালে দিও
রাতের বেলায় না।
আঁধার রাতে একলা জেগে
সময় ফুরায়না।