রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

শেষ বিকেলের আলো






তুমি চলে যাও

আমার সমূখ থেকে চলে যাও তুমি,
বৃষ্টি ভেজা আকাশটা এখন
এক অদ্ভুত আলোয় উদ্ভাসিত
তোমার পেছনে কাশবন
নুয়ে পড়ে পড়ে উল্লসিত,
সূর্যের দেখা নেই
তবু তার অস্তিত্ব আছে
নদীর জলের ঢেউয়ে
একাকার হয়ে মিশে গেছে,
মাঝিকে বলে দিচ্ছি
তোমায় পৌঁছে দেবে বাড়ি
বড় সাধ করে এনেছিলাম
নদীর মাঝে নারী ।
এখন সত্যি বলছি তুমি চলে যাও
আমার সমূখ থেকে চলে যাও তুমি,
সন্ধ্যে হতে আর বেশী দেরী নেই
এক্ষুনি ঠিকরে পড়বে আলো
তোমার মুখে নিমেষেই ,
শেষ বিকেলের আলো
শেষ বিকেলের আলো
নারী তোমায় ওই আলোতে না দেখাটাই ভালো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন