এমন বৃষ্টির দিনে
তোর জন্য খুব মন খারাপ হয়
ভাবি তুই কষ্ট পাচ্ছিস আমার জন্য
অথচ অভিমান ঠেলে
একটা ফোন করতে পারছিসনা।
এ বছরটা তোর সংগে আড়ি করে
থাকতেই পারলাম না।
এত বৃষ্টি, এত বৃষ্টি,
প্রতিদিন বৃষ্টি
আর প্রতি রাতের অভিমান বৃষ্টিজলে ধুয়ে যাওয়া।
আমি জানি তুই এখন অপেক্ষা করছিস
টুং শব্দ করে কখন একটি ছোট্ট চিঠি আসবে
অপেক্ষায় অপলক তাকিয়ে থাকতে থাকতে
তোর দৃষ্টি যখন একটু ঝাপসা
মনটা যখন আর একটু মেঘঢাকা
ঠিক তখন চিঠির শব্দ হল
তোর মেঘ মনটা আমায় ঠিক ছুঁয়ে গেল।
আচ্ছা আমার চেয়ে ভালো তোকে
কে বোঝে বলতো?
তোর মুখে এখন কেমন হাসি?
টোলপড়া গালে কেমন দেখাচ্ছে তোকে?
খুব দেখতে ইচ্ছে করছে
হাসিটা ধরে রাখ
আমি আসছি।