শুক্রবার, ২৭ মে, ২০১৬

থাকবি আমার ?






প্রতিদিন  দেখা করতেই হয় ?
একদিন না দেখলে কি হবে ?


কিচ্ছু হবেনা।
সূর্য পশ্চিমে উঠবেনা ,
চাঁদ পৃথিবীর চেয়ে বড় হবেনা ,
দখিনা বাতাস হঠাত পূবের হাওয়া  হয়ে বইবেনা।,
সাগর জলের শামুক ঝিনুক আকাশের গায়ে উড়বেনা ,
কালবোশেখী লজ্জাবতীর মতন নুয়ে নুয়ে পড়ে কাঁদবেনা ,
মেঘেরা সব পাহাড়ের কাছে ভালোবাসার কথা কইবেনা ,
এমন  কিছুই পাল্টাবেনা ,
পাল্টাবেনা ,
শুধু অনেক দূরে 
একটি মানুষ 
অপেক্ষাতে গাছ হয়ে যাবে ,
মানুষ হয়ে প্রতিদিন আর জ্বালাতন তোকে করবেনা ,

মেয়ে,
আমায় পাগল হয়েই থাকতে দে না 
গাছ হতে বল  দিবিনা?

তুই এমন কেন পাখি





তুই এমন কেন পাখি

জানলা বেঁধে  রাখি তবু
কেবল  ডাকাডাকি?

আমার কি আর
মন কখনো খারাপ হবেনা ?
জবাবদিহি বারেবারে ভালই লাগেনা।

আমার বুঝি শরীরটাতে
অসুখ করা বারণ ?
তোর কাছে কি বলতে হবেই
লুকিয়ে কি তার কারণ ?

তুই এমন কেন পাখি
সকাল বিকেল কিচ্ছুটি নেই
কেবল ডাকাডাকি ?

এবার কিন্তু ঠিক করেছি
পালিয়ে আমি যাবোই
যতই ডাকিস ফিরবোনা আর
নিজের মতন রবোই।

সবার থেকে হারিয়ে শুধু
নিজের কাছে যাবো
একটু ক'দিন নিজের সাথে
নিজেই কথা কব।

তুই এমন কেন পাখি
এমন  করে বকি
তবু কেবল ডাকাডাকি ?

গোপন









সব মুখ চেনোনাতো ছবির আড়ালে
সব কথা জানোনাতো কথার অন্তরালে।
ফুল দেখে ক্যাকটাস ছুঁয়ে দেখোনা
পাখির ডানায় কভূ মন বেঁধোনা ।
গানের আড়ালে কতো অজানা যে সুর
বাজেনাতো পিয়ানোতে পড়ে থাকে দূর।
বুকের গভীরে মুখ হৃদয়েতে নেই
সবকিছু আছে তবু কি যেন নেই।
এইভাবে একদিন বুঝেছি গোপন
কাছে থাকা মানে নয় কাছে আছে মন।




মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

আমি নিশিদিন তোমায় ভালোবাসি






তুমি তো ঠিকই যাবে
যখন যাবার হবে
মিথ্যে তবু কেন বল
সারাটা ক্ষণ আমার রবে?

যে যার কাজে ঠিক চলে যায়
মিছে ওসব সান্ত্বনা বাণী
পড়ে থাকেনা মিষ্টি মায়ায়
ইচ্ছে মতন ব্যাবহার জানি।

আমার ওসবে অভ্যেস নেই
স্বপ্নে ওড়ার মত
স্বপ্ন দেখাতে এসোনা আর
পড়ে থাকে শুধু ক্ষত ।

তোমার শত কাজের ভীড়ে
অবসরে আসি আমি
ভালোবাসা যত ভাগ হলে পরে
অবসর হয় দামী।

রবি ঠাকুরের গানের মতন
আমি নিশিদিন ভালোবাসি
স্বীকার করে নিও সখা
তোমার অবসরে আমি আসি।

ভালো থেকো





তোমার সুখের খবর নেবার
সময় তো নেই আজ
হারানো পথ ফিরে পাবার
নেইতো কোন কাজ।

আমি হলাম দুঃখরাতের
সাদা রঙের পাখি
তোমার ব্যাথা শুষে নিয়ে
বুকের মধ্যে রাখি।

আমার সাদা কালো করে
তোমার থাকুক আলো
তোমার ঘরে রোদই থাকুক
আমার আঁধার ভালো।

শনিবার, ১৪ মে, ২০১৬

কৃষ্ণচূড়া মেয়ে





তোমার আমার বাড়ীর মাঝে
কৃষ্ণচূড়ার  গাছ
রং দেখেছি , ফুল ছুঁয়েছি
সকাল থেকে সাঁঝ।

একটি দোয়েল সারাটা দিন
গানের সুরে ডাকে
আমার দু'চোখ জানলা জুড়ে
কেবল চেয়ে থাকে।

কখন দুপুর গড়িয়ে শেষে
বিকেল নেমে আসে
কখন মেয়ে নরম রোদে
ঝলমলিয়ে হাসে।

মেয়ে তোমার হাসি যেন
তীরের মতন ছোটে
বুকের ভিতর আগুন জ্বলে
লাল পদ্ম ফোটে।

তোমার আমার বাড়ীর মাঝে
কৃষ্ণচূড়া ঝরে
মেয়ে তোমায় বড্ড আমার
ছুঁতে ইচ্ছে করে।