মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

আমি নিশিদিন তোমায় ভালোবাসি






তুমি তো ঠিকই যাবে
যখন যাবার হবে
মিথ্যে তবু কেন বল
সারাটা ক্ষণ আমার রবে?

যে যার কাজে ঠিক চলে যায়
মিছে ওসব সান্ত্বনা বাণী
পড়ে থাকেনা মিষ্টি মায়ায়
ইচ্ছে মতন ব্যাবহার জানি।

আমার ওসবে অভ্যেস নেই
স্বপ্নে ওড়ার মত
স্বপ্ন দেখাতে এসোনা আর
পড়ে থাকে শুধু ক্ষত ।

তোমার শত কাজের ভীড়ে
অবসরে আসি আমি
ভালোবাসা যত ভাগ হলে পরে
অবসর হয় দামী।

রবি ঠাকুরের গানের মতন
আমি নিশিদিন ভালোবাসি
স্বীকার করে নিও সখা
তোমার অবসরে আমি আসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন