শনিবার, ১৪ মে, ২০১৬

কৃষ্ণচূড়া মেয়ে





তোমার আমার বাড়ীর মাঝে
কৃষ্ণচূড়ার  গাছ
রং দেখেছি , ফুল ছুঁয়েছি
সকাল থেকে সাঁঝ।

একটি দোয়েল সারাটা দিন
গানের সুরে ডাকে
আমার দু'চোখ জানলা জুড়ে
কেবল চেয়ে থাকে।

কখন দুপুর গড়িয়ে শেষে
বিকেল নেমে আসে
কখন মেয়ে নরম রোদে
ঝলমলিয়ে হাসে।

মেয়ে তোমার হাসি যেন
তীরের মতন ছোটে
বুকের ভিতর আগুন জ্বলে
লাল পদ্ম ফোটে।

তোমার আমার বাড়ীর মাঝে
কৃষ্ণচূড়া ঝরে
মেয়ে তোমায় বড্ড আমার
ছুঁতে ইচ্ছে করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন