মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

মেঘেদের সাথে

মেঘেদের সাথে কথা হচ্ছিল
বেশ দরদাম হচ্ছিল
কোন মেঘটা কিনবো
কাল মেঘ দুঃখ নিয়ে বলল,
দুঃখ যদি নাই চিনলে
সুখ কি বল চিনবে
কষ্ট যদি নাই বা পেলে
আনন্দ কি বুঝবে?
আমি বিভ্রান্ত হচ্ছিলাম
ঠিক তখনই ছাই মেঘ দৌড়ে এল
টাকা দিয়ে করছো সদাই
ঠকবে কেন বল
কষ্ট যদি বুঝতে হবেই
মন খারাপে চল।
একটুখানি মনটা খারাপ
প্রজাপতির মতন
এক নিমেষে উড়েই যাবে
যখন চাইবে তখন।
আমি খুব বিভ্রান্ত হচ্ছিলাম।
হাত বাড়াতেই সাদা মেঘের দিকে
খিলখিলিয়ে উঠলো হেসে আকাশ
সুখের সাদা মেঘটা তখন বলে
কোনটা কিনবে এই ভেবে কি হতাশ?
আমি খুব খুব বিভ্রান্ত হচ্ছিলাম।
অনেক ভেবে বুঝে অবশেষে একখানা জলরঙ মেঘ কিনে আনলাম।
ওখানে কিছু নেই
শূন্য
ভাবছি ওই মেঘটাকে সুখ, কষ্ট, মন খারাপ, কান্না সব কিছু দিয়ে রাঙাবো ।
দেখবো মিলেমিশে কি হয়
মানুষের মতন হয় কি না? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন