বুধবার, ৩১ মে, ২০১৭

নিরুদ্দেশ




তোমায় চাই
তোমায় চাই
এটাই তোমার যন্ত্রণা?
এমনি করে
হঠাৎ আমি
হারিয়ে গেলে মন্দ না। 

বাঁশঝাড় চাই

 
 
বনসাই নয়
বাঁশঝাড় চাই
সড়ক হবে
কবিতার ঠাঁই ।
দুপাশের বাঁশবন
বলবে কথা
যেতে যেতে পথে
লিখবো কবিতা।
একজন শিল্পী
খালিদ মিঠু
ছবি আঁকা, সিনেমায়
ছিলেন পটু।
কৃষ্ণচূড়া যে তাঁর
নিয়ে গেছে প্রান
এখনো তো ভুলিনি
তাঁর প্রতিদান।
বড় বড় গাছ তাই
ছোট রাস্তায়
দরকার নাই
দরকার নাই।
পথিক জিরোবে পথে
গেয়ে যাবে গান
ঝড় এসে কবে কার
নিয়ে যাবে প্রান।
বনসাই নয়
বড় গাছ ও নয়
বাঁশঝাড় চাই, বাঁশঝাড় চাই
শোলকবলা দিদির কাছে
আবার শৈশবে
ফিরে যেতে চাই।

বুধবার, ১০ মে, ২০১৭

সে কেন আমার ঘুম হয়ে আসেনা

মেয়েটার চোখের ব্যাপারটা ঠিক বুঝতে পারছিনা
খুব ভাল ঘুম হলে সকালবেলা মেয়েদের চোখ
দেখতে যেমন হয় অনেকটা সেরকম।
ফোলা , গতরাতের আবছা কাজলের ছাপ
আর পরিপূর্ণ বিশ্রামের ছোঁয়া
তাছাড়া সকাল হলেই মেয়েটি
চুল ভিজিয়ে তবে বারান্দায় গাছ দেখতে আসে।
ভাল করে মোছেওনা গড়ানো জল।
কোন মানে হয়না।
ঠাণ্ডা লেগে যাবার ভয় থাকা উচিত
তাছাড়া ঠাণ্ডা লাগেও ওর যখন তখন।
নাকের ডগাটা প্রায়শই মুছতে মুছতে লাল।
কিন্তু ওটা ওকে আরো বেশি কোমল করে তোলে ।
দাঁত দিয়ে ঠোঁট চেপে অনেকটা সময় নিয়ে
গাছের পাতার ফাঁকে কি যেন দেখে খুব মন দিয়ে।
আর তাইতেই দুগালে দুটো টোল
আচ্ছা সে কেন এখনো বুঝতেই পারছেনা
ওই টোলের খরচ কত?
আমার ব্লাড প্রেশারের ওষুধ যত ।
সে কেন বুঝতে পারছেনা
তার ঘুমভরা সকালের স্নিগ্ধ মুখের কত দাম।
সে কেন বুঝতে পারছেনা
প্রতিরাতে আমার ফার্মেসি থেকে ঘুম কিনতে হয়
সে কেন আমার ঘুম হয়ে আসেনা।   

নিরুদ্দেশ










এই চোখে স্থির হয়ে যাও
এখানে লুকিয়ে আছে পথ হারাবার নাও।

ভদ্র পল্লীর ঈশ্বর

জলের ভেতর আছিস 
জলের ভেতর থাক 
হাত পা বেশী নাড়িসনাকো 
চুপটি করে বাঁচ।
এই জলেতে মায়ের আদর 
যখন যেটুক পাই 
দিচ্ছি ঢেলে উজাড় করে
যখন যেদিক যাই ।
আমার বড় মুখটা তোমার 
দেখার ইচ্ছে হয়
আমায় দেখে কেমন হাসো 
জানতে ইচ্ছে হয়।
আমি বড় কষ্টে আছি
টের পাসনা তুই?
আমিও যে তোরই মতন
জলের মাঝেই শুই ।
জলের ভেতর বসত আমার
ফসল খেলো জলে 
খেলার সাথী মাছগুলো সব
মরছে দলে দলে।
কিছুই তো নেই, কিছুই তো নেই
কেবল হাহাকার 
এখানটাতে তোকে আমি
আনবোনা তো আর।
মরিয়মের কোন হাহাকার ঈশ্বর শুনলেন না। আমাদের ভদ্র পল্লীতে বসবাস করা ঈশ্বর স্থল আর অন্তরীক্ষ থেকে জলের জোয়ারে ভাসিয়ে দিতে দিতে মরিয়মের সন্তানের জন্ম এখানেই সূচনা করলেন।

শুভদৃষ্টি









সেদিন দেখা হয়নি
দৃষ্টি বিনিময় কে কি ভালোবাসা বলা চলে
অথবা প্রেম ?
তবে আমি প্রেমে পড়েছি বিদেশিনী
তোমার আঙুলের ডগায় জলদস্যু দেখেছিলাম
শুধু এইটুকু মনে আছে।

সংশয়







বয়সটা চল্লিশ হয় হয়
ভীমরতি হবার এখনই সময়
দেখছো কাকে এমন করে বল
দেখতে সে কি আমার চেয়ে ভালো?
পাশে ছিল ট্রয়ের থেকে হেলেন
শেবার রানী মিষ্টি হাসিমুখে
ক্লিওপেট্রার চোখের জাদু ছেড়ে
আজও কেমন দাঁড়িয়ে প্রবল সুখে।
আমি তোমায় ছেড়ে যাচ্ছি কোন দুখে?