বনসাই নয়
বাঁশঝাড় চাই
সড়ক হবে
কবিতার ঠাঁই ।
দুপাশের বাঁশবন
বলবে কথা
যেতে যেতে পথে
লিখবো কবিতা।
একজন শিল্পী
খালিদ মিঠু
ছবি আঁকা, সিনেমায়
ছিলেন পটু।
কৃষ্ণচূড়া যে তাঁর
নিয়ে গেছে প্রান
এখনো তো ভুলিনি
তাঁর প্রতিদান।
বড় বড় গাছ তাই
ছোট রাস্তায়
দরকার নাই
দরকার নাই।
পথিক জিরোবে পথে
গেয়ে যাবে গান
ঝড় এসে কবে কার
নিয়ে যাবে প্রান।
বনসাই নয়
বড় গাছ ও নয়
বাঁশঝাড় চাই, বাঁশঝাড় চাই
শোলকবলা দিদির কাছে
আবার শৈশবে
ফিরে যেতে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন