শিক্ষা,কর্মে শিপ্রা যেন
অনন্য এক নারী
সুন্দর মুখ, সতী সাবিত্রী
সর্বগুণ অধিকারী।
শিপ্রাকে পেতে হাজার মানুষ
বানিয়েছে রেলগাড়ি
শিপ্রা ঠিকই পড়লো প্রেমে
নাই যার ঘরবাড়ি।
স্ট্যাটাসের কোন মিল নেই
পড়ালেখা কোনরকম
এই পরিবারে শিপ্রা কি করে
করবে সব হজম!
বাবা রাজী নয় মোটে
মায়ের কাছে শিপ্রা এবার
হাতজোড় করে ছোটে।
এই প্রেম যেন লাইলী মজনু
শিরি ফরহাদ হার মানে
সুন্দরী নারী প্রেমের জলে
ডোবে শুধু ক্ষণে ক্ষণে।
মা বললেন ডেকে,
ছেলেটি মোটেই যোগ্য নয় তোর
তার পরিবারও নয় যোগ্য
এমন করে পাগল হবি
এই কি ছিল ভাগ্য?
সবার বাধার সামনে
শিপ্রা এগিয়ে রয়
একবার বিয়ে হতে দাও মা
কেটে যাবে সংশয়।
শাশুড়ি মা এলেন
বললেন অনেক কথা
আড়ালে তিনি জেনেই গেলেন
ছেলের অযোগ্যতা।
মুখে হাসি তবু মনে কল্পনা
আসুক আগে ঘরে
তারপর পাবো হাতের মুঠোয়
দর্প পড়বে ঝরে।
আগুনের মত রূপ আর গুন
ছড়িয়ে চারিদিক
শিপ্রা এল অমিতের ঘরে
প্রদীপ জ্বালিয়ে ঠিক।
শাশুড়ি বলেন মনে মনে
এইতো পেলাম হাতের মুঠোয়
জ্বালাবো এবার প্রতিক্ষণে।
সে যণ্ত্রনা এখনো নেভেনি
শিপ্রার দুটো ছেলে
কবিতা, নাটক সবকিছু ছেড়ে
শিপ্রা এখন জেলে।
পৃথিবী দেখে সুন্দরী নারী
কত গুন আছে তার
বাইরের যত ঝিলিকের আড়ালে
জীবন অন্ধকার।
স্বামীর কথায় ওঠে ও বসে
স্বামীর কথায় গদ্য
চারদেয়ালের মাঝখানে থেকে
হয়নাতো আর পদ্য।
রেললাইনের সবথেকে আগে
যে অমিত ছিল দাঁড়িয়ে
আজ সেই প্রেম কোথায় উধাও
সবকিছু গেছে হারিয়ে।
চিৎকার করে শিপ্রা
চিৎকার আসেনাকো
বোবা কান্না ঘুরে ঘুরে মরে
মুক্তি আর মেলেনাকো।
শিপ্রার সেই মোমের শরীর
লেহ্য, চোষ্য, চর্ব্য
এই নিয়ে লেখে শিপ্রা এখন
চারদেয়ালের কাব্য।
অনন্য এক নারী
সুন্দর মুখ, সতী সাবিত্রী
সর্বগুণ অধিকারী।
শিপ্রাকে পেতে হাজার মানুষ
বানিয়েছে রেলগাড়ি
শিপ্রা ঠিকই পড়লো প্রেমে
নাই যার ঘরবাড়ি।
স্ট্যাটাসের কোন মিল নেই
পড়ালেখা কোনরকম
এই পরিবারে শিপ্রা কি করে
করবে সব হজম!
বাবা রাজী নয় মোটে
মায়ের কাছে শিপ্রা এবার
হাতজোড় করে ছোটে।
এই প্রেম যেন লাইলী মজনু
শিরি ফরহাদ হার মানে
সুন্দরী নারী প্রেমের জলে
ডোবে শুধু ক্ষণে ক্ষণে।
মা বললেন ডেকে,
ছেলেটি মোটেই যোগ্য নয় তোর
তার পরিবারও নয় যোগ্য
এমন করে পাগল হবি
এই কি ছিল ভাগ্য?
সবার বাধার সামনে
শিপ্রা এগিয়ে রয়
একবার বিয়ে হতে দাও মা
কেটে যাবে সংশয়।
শাশুড়ি মা এলেন
বললেন অনেক কথা
আড়ালে তিনি জেনেই গেলেন
ছেলের অযোগ্যতা।
মুখে হাসি তবু মনে কল্পনা
আসুক আগে ঘরে
তারপর পাবো হাতের মুঠোয়
দর্প পড়বে ঝরে।
আগুনের মত রূপ আর গুন
ছড়িয়ে চারিদিক
শিপ্রা এল অমিতের ঘরে
প্রদীপ জ্বালিয়ে ঠিক।
শাশুড়ি বলেন মনে মনে
এইতো পেলাম হাতের মুঠোয়
জ্বালাবো এবার প্রতিক্ষণে।
সে যণ্ত্রনা এখনো নেভেনি
শিপ্রার দুটো ছেলে
কবিতা, নাটক সবকিছু ছেড়ে
শিপ্রা এখন জেলে।
পৃথিবী দেখে সুন্দরী নারী
কত গুন আছে তার
বাইরের যত ঝিলিকের আড়ালে
জীবন অন্ধকার।
স্বামীর কথায় ওঠে ও বসে
স্বামীর কথায় গদ্য
চারদেয়ালের মাঝখানে থেকে
হয়নাতো আর পদ্য।
রেললাইনের সবথেকে আগে
যে অমিত ছিল দাঁড়িয়ে
আজ সেই প্রেম কোথায় উধাও
সবকিছু গেছে হারিয়ে।
চিৎকার করে শিপ্রা
চিৎকার আসেনাকো
বোবা কান্না ঘুরে ঘুরে মরে
মুক্তি আর মেলেনাকো।
শিপ্রার সেই মোমের শরীর
লেহ্য, চোষ্য, চর্ব্য
এই নিয়ে লেখে শিপ্রা এখন
চারদেয়ালের কাব্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন