শুনলাম আজ নাকি চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে,
দুরত্ব থাকবে ২ লক্ষ ২১ হাজার ৮২৪ মাইল মাত্র।
সন্ধ্যে হল
চাঁদ উঠলো,
ধীরে ধীরে আকাশের পশ্চিম দিকটা
তীব্র থেকে তীব্রতর হলো আলোয়।
আজ তোমার কি হয়েছিল বলতো?
সারাটা সন্ধ্যে ঘুমিয়েই কাটিয়ে দিলে?
যে বছরটাতেই চাঁদটা অমন
পৃথিবীর কাছাকাছি চলে আসে
তুমি ঘরবন্দী হয়ে থাকো।
একবার অন্তত চাঁদটাকে
লজ্জায় ডুবতে দিয়ো।
দুরত্ব থাকবে ২ লক্ষ ২১ হাজার ৮২৪ মাইল মাত্র।
সন্ধ্যে হল
চাঁদ উঠলো,
ধীরে ধীরে আকাশের পশ্চিম দিকটা
তীব্র থেকে তীব্রতর হলো আলোয়।
আজ তোমার কি হয়েছিল বলতো?
সারাটা সন্ধ্যে ঘুমিয়েই কাটিয়ে দিলে?
যে বছরটাতেই চাঁদটা অমন
পৃথিবীর কাছাকাছি চলে আসে
তুমি ঘরবন্দী হয়ে থাকো।
একবার অন্তত চাঁদটাকে
লজ্জায় ডুবতে দিয়ো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন