সোমবার, ২২ জুন, ২০১৫

ছুটির শহর




ঝরাপাতায় আজো তোমার পায়ের ছাপ
সাদা ফুল গুলো দেখে উচ্ছ্বাসে চিৎকার করেছিলে
এখনো প্রতিধ্বনি হয়ে ওঠে বাতাসে
বাতাস ভোলেনি তোমায়
আমি কি করে ভুলি বলতো ?

হঠাত মেঘের ডাকে থমকে সেদিন 
দুচোখ জুড়ে,প্রশ্ন নিয়ে,
ঠাঁয় দাঁড়িয়ে ,বললে হেসে ,
বৃষ্টি কি এলো তবে ?
এই অবেলায় ,এই অসময়ে ?

আমি বললাম ,
এখানে হঠাত বৃষ্টি নামে
মিষ্টি রোদে আকাশ ঝলমল
এখানে সাগর বুকের ভিতর
ঢেউ এরা কথা কয়  কলকল।
এখানে রঙিন ফুলের মাঠে
প্রজাপতি আসে নাচি
এখানে সবুজ গাছের ফাঁকে
পাখিদের কিচিমিচি।
এখানে জোছনা নয়তো  চাঁদের
তারাদের মাতামাতি
কুচকুচে কালো আঁধার রাতে
হাজার আলোর বাতি।
থাকবে কি গো থাকবে তুমি
মায়ার এই শহরে ?
রাজকন্যা হারিয়ে যেওনা
অচেনা ওই ভীড়ে।


তুমি আমার আর্তনাদ শোনোনি
অদ্ভুত হাসলে শুধু
হারিয়ে গেলে তারপর
ধীরে চুপে
অনেক দূরে ,
আমি বুঝতেই পাইনি
এ  শহরে তুমি শুধু বেড়াতেই  আসো
আমি বুঝতেই পাইনি
এ তোমার ছুটির শহর।



বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫

পাখিপৃথিবী



জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত আমার প্রথম কাব্যগ্রন্হ। পাখিপৃথিবী। পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র।

মঙ্গলবার, ৯ জুন, ২০১৫

ছায়া ৩



হয়তো আজো সমূখ নই 
তোমার ছায়াই  সই
হয়তো এখন একসাথে নই
পৃথক কি আর হই?
আমরা না হয় নাইবা মিলি
মিলুক মোদের রঙ
মোদের দেখে আকাশ নাহয় 
করলো  একটু ঢং।

সোমবার, ৮ জুন, ২০১৫

ছায়া ২





ছায়ার সাথে হোক না কথা
ছায়ার সাথে খেলা
ছায়ার সাথেই চলতি পথে হাজার কথা বলা
তোমায় আমি নাইবা পেলেম 
জীবনসাথী করে 
মাঝেমাঝে ছায়ায় তুমি
দিও দুহাত ভরে।

ছায়া ১








সময়টা খুব বেশি সময় নিচ্ছে আজকাল।
সূর্য টা ঠিক যতটা হেলে পড়লে মিলে  যাবার কথা দুটো ছায়ার
তা হয়নি ,
আবার কখনো দম আটকানো অন্ধকারে একটা ছোট আলোর অপেক্ষা ,

তুমি আলো হয়ে এসো
অথবা আঁধার
আমি শুধু চাই
দুটো ছায়ার অদৃশ্য মিলন
আলো
অথবা অন্ধকারে।
আমি শুধু চাই 
দুটো ছায়ার আমৃত্যু বসবাস।

শনিবার, ৬ জুন, ২০১৫

পাগলামী







তোর পাগলামীগুলো ছাড়বি কবে?
তুই ভালবাসা বন্ধ করবি যবে।
ভালবাসা আমি বন্ধ করবো কবে ?
আমি পাগলামীগুলো ছাড়বো যবে।

পাগল রে তুই এমনই থাকিস
সারাজীবন ধরেই রাখিস
হাতের মুঠোয় নাইবা পেলি
চোখের তারায় বাঁচিয়ে রাখিস।

ওই চোখেতে স্পষ্ট ছায়া
ওই বুকেতে আমার শ্বাস
যতই দুরে যাসনা কেনো
গন্ধ সাথে নিয়েই যাস।

মানুষ তোকে নাইবা পেলাম
পুতুল বৌটা হয়েই থাক
বুকপকেটে যতন ভরে
গন্ধ আমার নিয়েই থাক।

মঙ্গলবার, ২ জুন, ২০১৫

সবুজ মেয়ে





কোনো একদিন হঠাত
দেখা হলে মাঝরাস্তায়
থেকে যেও তুমি মেয়ে
সবুজ রঙের শাড়িটায়।

টিয়ের বরণ হৃদয়
কোমল নরম ঘাসে
পাতার সজীব এনে
দেখা দিও উল্লাসে।

হাতে তোমার বৃক্ষ ছায়া
থাকবে যতদিন ,
ভুল হবেনা মেয়ে তোমায়
চিনতে ততদিন।

পেছন ফেলে ঝরাপাতার
মৃত গাছের সারি
তোমার ছায়ায় চোখটি পেতে
যাবো সবুজ বাড়ী।