সোমবার, ২২ জুন, ২০১৫

ছুটির শহর




ঝরাপাতায় আজো তোমার পায়ের ছাপ
সাদা ফুল গুলো দেখে উচ্ছ্বাসে চিৎকার করেছিলে
এখনো প্রতিধ্বনি হয়ে ওঠে বাতাসে
বাতাস ভোলেনি তোমায়
আমি কি করে ভুলি বলতো ?

হঠাত মেঘের ডাকে থমকে সেদিন 
দুচোখ জুড়ে,প্রশ্ন নিয়ে,
ঠাঁয় দাঁড়িয়ে ,বললে হেসে ,
বৃষ্টি কি এলো তবে ?
এই অবেলায় ,এই অসময়ে ?

আমি বললাম ,
এখানে হঠাত বৃষ্টি নামে
মিষ্টি রোদে আকাশ ঝলমল
এখানে সাগর বুকের ভিতর
ঢেউ এরা কথা কয়  কলকল।
এখানে রঙিন ফুলের মাঠে
প্রজাপতি আসে নাচি
এখানে সবুজ গাছের ফাঁকে
পাখিদের কিচিমিচি।
এখানে জোছনা নয়তো  চাঁদের
তারাদের মাতামাতি
কুচকুচে কালো আঁধার রাতে
হাজার আলোর বাতি।
থাকবে কি গো থাকবে তুমি
মায়ার এই শহরে ?
রাজকন্যা হারিয়ে যেওনা
অচেনা ওই ভীড়ে।


তুমি আমার আর্তনাদ শোনোনি
অদ্ভুত হাসলে শুধু
হারিয়ে গেলে তারপর
ধীরে চুপে
অনেক দূরে ,
আমি বুঝতেই পাইনি
এ  শহরে তুমি শুধু বেড়াতেই  আসো
আমি বুঝতেই পাইনি
এ তোমার ছুটির শহর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন