সোমবার, ৮ জুন, ২০১৫

ছায়া ২





ছায়ার সাথে হোক না কথা
ছায়ার সাথে খেলা
ছায়ার সাথেই চলতি পথে হাজার কথা বলা
তোমায় আমি নাইবা পেলেম 
জীবনসাথী করে 
মাঝেমাঝে ছায়ায় তুমি
দিও দুহাত ভরে।

1 টি মন্তব্য:

  1. আমি তোমায় ছোঁবো কী! হাওয়ায় আমার মন পুড়ে যায় তোমায় ছোঁবো কী! আমি মুক্তা নেবো কী! জলের ছলেই চোখ ধেধে যায় তোমায় ছোঁবো কী! আমি ছায়া ছোঁব কী! চাঁদের আলোয় হাত পুড়ে যায় আগুন ছোঁবো কী! ভালো লাগলো খুব তাই একটু বাড়িয়ে লিখলাম কবি।

    উত্তরমুছুন