সবুজ মেয়ে
কোনো একদিন হঠাত
দেখা হলে মাঝরাস্তায়
থেকে যেও তুমি মেয়ে
সবুজ রঙের শাড়িটায়।
টিয়ের বরণ হৃদয়
কোমল নরম ঘাসে
পাতার সজীব এনে
দেখা দিও উল্লাসে।
হাতে তোমার বৃক্ষ ছায়া
থাকবে যতদিন ,
ভুল হবেনা মেয়ে তোমায়
চিনতে ততদিন।
পেছন ফেলে ঝরাপাতার
মৃত গাছের সারি
তোমার ছায়ায় চোখটি পেতে
যাবো সবুজ বাড়ী।
পুরো কবিতাটাই অসাধারন কিন্তু আমার ভালোবাসা টা শেষ লাইনে আটকে গেছে “তোমার ছায়ায় চোখটি পেতে যাবো সবুজ বাড়ী”। আমি আপনার কবিতার ভক্ত ছিলাম, ভক্ত আছি, আবার নতুন করে ভক্ত হব। এত সুন্দর লিখেন বলেই আমি আপনার কবিতায় নিজেকে খুজে পাই। মন খারাপ গুলো মিলিয়ে যায় অজানায়। অফুরান ভালবাসা রইলো কবি।
উত্তরমুছুনআপনার মন্তব্য লিখুন...so fascinating
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন