মাত্র দু মাস হোল
আমার চলে যাওয়া
খুব কি কষ্ট হচ্ছিলো তোমাদের ?
হচ্ছিলো কি অক্লান্ত পরিশ্রম ?
অসুস্থ আমার শরীর টা কি
বড্ড ভারী হয়ে পড়ছিল দিন প্রতিদিন?
টেনে টেনে হাসপাতালের ছ ফিট বাই দু ফিট
বিছানায় শুইয়ে দিতে খুব কি কষ্ট হতো তোমাদের?
এখন তোমরা কেমন আছো?
অনেক ভালো আছো আমি জানি।
ঐ যে একটা কথা আছেনা,
কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে নাকি কি যেন?
ঠিক অমনটাই ।
আমি এই অন্ধকারেই আছি
তোমরা যেখানে শুইয়ে দিয়ে গেছ ।
আচ্ছা তোমরা কি জানো ?
সবকিছু মরে যায় শুধু চোখ মরেনা?
ঐ কুচকুচে অন্ধকারে অদ্ভুত নীরবতায় ,
আমার দুটো চোখ বেড়ালের মতন জ্বলে ওঠে,
আমি দেখতে পাই
সব, সবকিছু দেখতে পাই,
আমি দেখতে পাই
কি করে ঐ উজ্জ্বল শ্যামল বরণ
মেয়েটির হাত দুটো দলিত ,উদ্বেলিত হয়
তোমার কঠিন হাতের মুঠোয় ।
আমি দেখতে পাই,
ঠিক দেখতে পাই,
ঐ উজ্জ্বল সুন্দরীর জন্যে তোমার
লালায়িত জিহ্বা ।
আমি কেন সব দেখতে পাই?
আমি কি তবে ঈশ্বরের কাছে
কখনো ভিক্ষা চেয়েছিলাম
কখনো করুনা চেয়ে বলেছিলাম,
হে ঈশ্বর,
তুমি সব নিয়ে যেও মৃত্যুর পর
শুধু আমার চোখ দুটো নিওনা।
নিওনা ঈশ্বর।