মাঝেমাঝে দুঃখ ভালো লাগে ,
মাঝেমাঝে ব্যথা ,
অতীতের স্মৃতি সাথে নিয়ে
সাজানো রূপকথা।
মাঝেমাঝে বিরহ ভালো লাগে ,
একাকী পথ চলা।
ঝরা বকুলের বাদামী উঠোনে
চুপি চুপি কথা বলা।
মাঝেমাঝে আড়াল ভালোবাসা
হঠাৎ দাঁড়ায় সমূখে
জানান দিয়ে যায় সুদুরে
আমি কিন্তু আছি সুখে।
সত্যি কি আছো সুখে
আড়াল ভালোবাসা ?
মাঝেমাঝে ভালোই লাগে
এমন যাওয়া আসা।
পাশে শুয়ে যতন করে
ছুঁয়ে আছি যার হাত
মাঝেমাঝে কেনো মনে হয়
আড়ালেই কাটুক রাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন