মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

আমার শহর


অনেক বছর হোল আমার প্রিয় শহরটাতে যাইনা।
কেমন করে সময় পালায়,
সুযোগ ও খুঁজে পাইনা।

কারোর মুখে একটুখানি
গল্পগুলো যখন শুনি,
মন্ত্রমুগ্ধ হয়েই থাকি
তৃষ্ণা কেমন মেটেনা।

মস্ত এক দীঘি ছিল বাড়ীর ঠিক কাছটায় ,
উঠোন জুড়ে শিউলি, বকুল, কাঁঠালচাঁপা রাস্তায়।

শুনেছি এখন দীঘিটা নাকি
বিশাল এক জমি।
কাজল কালো জলের বদলে
অন্য কারোর ভূমি ।

শুনেছি এখন শহর জুড়ে
যোজন যোজন গাড়ি ,
টিনের চালের নেইতো ঘর
অট্টালিকা বাড়ি।

অনেক বছর হোল আমার প্রিয় শহরটাতে যাইনা।
ওখানে নাকি সবই আছে,
শুধু আকাশ পাওয়া যায়না।

ছোট্ট ছোট্ট সবুজ আছে,
অট্টালিকার গয়না,
হিজল, বকুল, মহুয়া, সেগুন ,
আর তো ধরা দেয়না।

ঠিক করেছি ঐ শহরে আর কখনো যাবোনা,
আমার শহর স্বপ্নে আমার
আগের মতই থাকনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন