শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

চন্দ্রমুখী










ভুল করেছি ঐ দুচোখে চোখ রেখে।
বদলে গেছি এই যে  আমি সেই থেকে।
মন্দ নাকি ভালো হল টের না পাই
ইচ্ছে কেবল হাত টা ধরে দূর পালাই।


ভুল করেছি ঐ দুহাতে হাত রেখে,
সুবাস ফুলের পাচ্ছি কেবল সেই থেকে।
ঐ দুহাতে শিউলি ছিল এই জানি
স্পর্শে সে কি আমার হল কি জানি?

আঁধার চুলে কি ছিল কি সেই জানে?
গন্ধরাজের মায়ার বাঁধন কেজানে?
আর কোন ফুল আর ভালো যে লাগছেনা
হাজার খুঁজে সেই ফুল তো পাচ্ছিনা?

সাগর পাড়ে  হল দেখা চন্দ্রিমায়
জলের মাঝে চাঁদের ছায়া ঢেউ খেলায়
হারিয়ে গেছে চাঁদ মেয়েটি যেই থেকে
চন্দ্রদেবী রাগ করেছে সেই থেকে।

চন্দ্রমুখী একবারটি আবার আয়
ফুলগুলো সব প্রান পাবে তো সহসাই ,
চাঁদ উঠবে আবার জানি পূব পাড়ে
গন্ধরাজটা  খুঁজেই পাব গাছ জুড়ে।   

২টি মন্তব্য: