কালবোশেখী কালবোশেখী আসবি আমার বাড়ি?
বৃষ্টি নিয়ে বাতাস নিয়ে আয়না তাড়াতাড়ি।
কাঠফাটা এই রোদ্দুরে আর লাগছেনাতো ভালো
সূর্য নাকি মেঘের সাথে বন্ধু হয়ে গেলো?
মেঘ বলেছে আসবেনা আর সবুজ পাহাড় দেশে
আলতো ছুঁয়ে পাহাড়টাকে বৃষ্টি নিয়ে এসে?
পাহাড় কালো, মাটি কালো, মান করেছে ভারী
রাগ করেছে মেঘের সাথে থাকবেনা আর 'আড়ি '।
কালবোশেখী আসবি নাকি এমন খরার দেশে
কৃষ্ণচূড়ায় সাজিয়ে দেবো নববধূর বেশে ।
আসতে পারি এক শর্তে থাকতে দেবে আমায়
সারাজীবন যত্ন করে রোদের আকাশটায় ।
একবারটি এলে আমায় তাড়িয়ে দেবেনাতো ?
তোমরা মানুষ সবই পারো, এই উঁচু , এই নত ।
আসতে পারি শর্ত আছে ফিরে যাবো না,
উড়িয়ে যাবো, ঝরিয়ে যাবো বাঁধা দেবেনা।