আমরা তাদের হায়না ডেকেছি
করেছি তাদের ঘৃণা
আমরা তখন মানুষ ছিলাম
বুকে নিয়ে যতো চেতনা।
আমরা এখন হায়নাও নই
বাংলাদেশের ছবি
এখন বল কি নাম দেবে
মিলে মিশে সব কবি?
হায়না কখনো খায়নি জেনো
স্বগোত্রীয়ের মাংস
আমরা এখন মুহূর্তেই করি
ক্ষমতার বলে ধ্বংস ।
এখনো জানি এদেশেই আছে
ফুলের মতন মন
আমার জন্যে কেঁদে কেঁদে জ্বালে
বুকের মধ্যে আগুন ।
সেই আগুনের লেলিহান শিখা
একদিন কথা বলবেই
আকাশের থেকে বলবো আমি
বিচার হয়েছে, হবেই।
করেছি তাদের ঘৃণা
আমরা তখন মানুষ ছিলাম
বুকে নিয়ে যতো চেতনা।
আমরা এখন হায়নাও নই
বাংলাদেশের ছবি
এখন বল কি নাম দেবে
মিলে মিশে সব কবি?
হায়না কখনো খায়নি জেনো
স্বগোত্রীয়ের মাংস
আমরা এখন মুহূর্তেই করি
ক্ষমতার বলে ধ্বংস ।
এখনো জানি এদেশেই আছে
ফুলের মতন মন
আমার জন্যে কেঁদে কেঁদে জ্বালে
বুকের মধ্যে আগুন ।
সেই আগুনের লেলিহান শিখা
একদিন কথা বলবেই
আকাশের থেকে বলবো আমি
বিচার হয়েছে, হবেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন