ঝাউতলা
বটতলা
আমতলা
পেরিয়ে
ছোট্ট শিমুলতলা
দেয় হাত
বাড়িয়ে।
নীলাকাশ
মেঠো পথ
ফেরিওয়ালা আয়না
যায় হেঁকে
থেকে থেকে
খুকি ধরে বায়না।
ক্লান্ত দুপুরবেলা
চুপিচুপি দৌড়াই
মা'র চোখ ঘুম ঘুম
এই বুঝি জেগে যায়।
ছাদের ছোট্ট কোণে
ডালা ভরা আচারে
জিভ দিয়ে চেটে যাবো
বুঝবেনা কেঊ রে।
তারপর ছুটে যাবো
লাল রঙ শিমুলে
ফিরবো না আর আমি
রাতটুকু বাড়লে ।
মা হবে ছুটে ছুটে
সারা রাত ক্লান্ত
দেখবে হঠাৎ এসে
সবকিছু শান্ত।
খোকা আর থাকবেনা
বন্দী এ শহরে
বড় হয়ে গেছে সে যে
এক দ্বিপ্রহরে ।
বটতলা
আমতলা
পেরিয়ে
ছোট্ট শিমুলতলা
দেয় হাত
বাড়িয়ে।
নীলাকাশ
মেঠো পথ
ফেরিওয়ালা আয়না
যায় হেঁকে
থেকে থেকে
খুকি ধরে বায়না।
ক্লান্ত দুপুরবেলা
চুপিচুপি দৌড়াই
মা'র চোখ ঘুম ঘুম
এই বুঝি জেগে যায়।
ছাদের ছোট্ট কোণে
ডালা ভরা আচারে
জিভ দিয়ে চেটে যাবো
বুঝবেনা কেঊ রে।
তারপর ছুটে যাবো
লাল রঙ শিমুলে
ফিরবো না আর আমি
রাতটুকু বাড়লে ।
মা হবে ছুটে ছুটে
সারা রাত ক্লান্ত
দেখবে হঠাৎ এসে
সবকিছু শান্ত।
খোকা আর থাকবেনা
বন্দী এ শহরে
বড় হয়ে গেছে সে যে
এক দ্বিপ্রহরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন