রবিবার, ২৪ জুলাই, ২০১৬

ইচ্ছে গুলো কেমন যেন






দৈনন্দিন জীবনের বেশীর ভাগ সময় জুড়ে তুমি আছো

আছো মুঠোফোনে
আছো মুখোমুখি দর্শনে
কবিতায়
আলিঙ্গনে
চুমু অথবা চরম মিলনে
সবখানে,
সকল সময়ে
বড় তীব্র তোমার উপস্থিতি।
মাঝেমাঝে অনুপস্থিত তোমাকে পেতে ইচ্ছে করে
ওখানে কেমন তুমি
কেমন তুমি নৈশব্দে
অথবা কেমন দীঘির ধারে
জলের পাশে একাকী বসে থাকায়
খুব জানতে ইচ্ছে করে
পিচঢালা রাস্তার দুপাশ জুড়ে অপরুপ লালে
সেজে থাকা কৃষ্ণচূড়া
কখনো কি বেশী সময় চুরি করে আমার?

আজ তেমনই এক বিকেল ছিল
কৃষ্ণচূড়ার রঙিন আলোয় উদ্ভাসিত আকাশ ছিল
আর আমার খুব ইচ্ছে ছিল একাকী থাকার
এমন কর বেঁধোনা বারেবার
আমার খুব ইচ্ছে করে
মাঝে মাঝে একাকী থাকার। 

সবুজ নারী






সবুজ নারী যাচ্ছে বাড়ী
পাতার শাড়ী পড়ে
রোদের আকাশ মুখ ঢেকেছে
শ্রাবণ মেঘের তোড়ে।


পাতার বুকে এঁকেছিলেম
হৃদয় মাখা ঘর
সেই ঘরেতে বসত করে
অচিন যাদুকর। 


সোনার কাঠি, রুপোর কাঠি
ছোঁয়াই যত তারে
ঘুম ভাঙ্গেনা একবারটি
কেবল দূরে সরে।

সবুজ নারী, কল্পনারই
থাকুক আজীবন
স্বপ্নে আসুক, হাওয়ায় ভাসুক
ছিনিয়ে নিক মন। 

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

আনফ্রেন্ড


বন্ধু করেছো যে আঙুলের ছোঁয়ায়
অবন্ধু করে দিয়েছো এক নিমেষেই
ওটা আঙুল
হৃদয় তো নয়।
একবার হৃদয় দিয়ে ছুঁয়ে দেখ প্রিয়তমা
দেখবে তর্জনী কেঁপে ঊঠবে ভালোবাসায়
তখন ঠিক  কী-বোর্ডের অস্থির চাবী গুলো দিয়ে
আর খুলবেনা ঘৃণার দুয়ার
আর একটিও বিচ্ছেদের শব্দ না এঁকে
হৃদয় ঠিক আঁকবে হৃদয়ের ছবি।
তোমার ভীষণ আধুনিক মুঠোফোনটাকে
একবার হৃদয় দিয়ে ছুঁয়ে দেখ শুধু।


বুধবার, ২০ জুলাই, ২০১৬

লজ্জাবতি




লজ্জাবতি গাছটি তুমি
ফুলের ছোঁয়ায় মূর্ছা যাও
কেমন করে বুঝবো বল
সূর্য না চাঁদ কোনটা চাও?

শ্রাবণ




আজ শ্রাবণের প্রথম দিনে জানাই নিমন্ত্রন
মেঘের গায়ে লিখে দিয়ো তোমার সবুজ মন।
শ্রাবণধারা ঝরবে যখন অঝোর হয়ে বনে
খুব বুঝবো তুমি তখন থাকছো আমার মনে।

শনিবার, ১৬ জুলাই, ২০১৬

আমি খাঁচার দরজা কখনো বন্ধ করিনা



আমার বুকের ভিতরে থাকা পাঁজরের খাঁচাটার দৈর্ঘ্য , প্রস্থ এতটুকুই
কিন্তু তোমার আকাশ চাই।
উড়তেই তো শেখনি এখনো
এত্ত বড় আকাশ টাকে সামলাতে পারবে তো?
যদি ভয় পাও ফিরে এসো
আমি খাঁচার দরজা কখনো বন্ধ করিনা,
তুমি থাকলেও না
না থাকলে তো নয়ই।

ধন্যবাদ ভালোবাসা

ধন্যবাদ ভালোবাসা,
তোমার দেয়া কষ্ট আমায় কবি করেছে।
অসহ্য সুন্দর সব প্রেমময় শব্দের বিন্যাসে
আমি এখন প্রতিদিন সাজাই সাদা ডায়েরিটা।
ধন্যবাদ ভালোবাসা,
তোমার বিরহ আমায় বাধ্য করেছে
নীরবতার স্বাদ নেবার।
এই চঞ্চল, কোলাহলময় পৃথিবীতে
নীরবতার গান শুনতে পারে ক'জন মানুষ?
ধন্যবাদ ভালোবাসা,
তোমার উপেক্ষা আমায় অপেক্ষা শিখিয়েছে
আমি এখন অপেক্ষা করতে জানি
এ জগতে সম্ভবত এর চেয়ে কষ্টের আর কিছু নেই।
ধন্যবাদ ভালোবাসা,
তোমার অনুপস্থিতি আমায় পাগলামি শিখিয়েছে
যে পাগলামির জোয়ারে
আমি ছিনিয়ে আনতে শিখেছি
তোমাকে
আমার ভালোবাসাকে।
ধন্যবাদ ভালোবাসা।
আমি হারবো না
দেখে নিও।

কথা ছিল



গ্রীষ্মে আসার কথা ছিল
কৃষ্ণচূড়ার পায়ে
রোদের ভিতর শীতল ছায়া
জড়িয়ে দিয়ে গায়ে।
গ্রীষ্মে তুমি এলেনা।
বললে তুমি বর্ষা আসুক
কদম আমার চাই
কদম বনে পথ হারাবো
চোখ যতদূর যায়।
বর্ষায় তুমি এলেনা।
সাদা কাশের তুলোয় ঝেঁপে
মেঘের ভেলা ভাসে
শিউলি ফুলের গন্ধ বুকে
শরত চলে আসে।
শরতেও তুমি এলেনা।
বললে এবার ধানের সুবাস
প্রানের কথা কবে
পিঠে পুলির উৎসবেতে
দেখা হবেই হবে।
হেমন্তেও এলেনা।
ভাবছো বুঝি আসবে শীতে ?
শীতে এসো না।
বুনো ফুলের দেশে যাবো
আমায় পাবেনা।

আমার আকাশ কুসুম চাওয়া







আমার আকাশ কুসুম চাওয়া
তোমার কঠিন বাস্তবতা
আমার রঙিন মিষ্টি দুপুর
তোমার সাদা কালো খাতা।

তুমি নাটাই হাতে ঘোরো
আমি ঘুড়ি হয়ে উড়ি
তুমি ইচ্ছে হলেই ছাড়ো
আমার সবটা বাড়াবাড়ি।

তুমি হাত বাড়িয়ে রাখো
পাশে অতল সমুদ্দুর
আমি ছুঁতে গিয়ে দেখি
তুমি দূর বহুদূর।

কেবল রাত্রি নামার আগে
কেও পাশে এসে ডাকে
আমি চোখ ফেরালেই উধাও
শুধু স্বপ্ন হয়ে থাকে।

এই স্বপ্ন বন্ধ করে
আজ দুচোখ ভরে দেখ
আর যাবো না তো ছেড়ে
শুধু একটু ধরে রেখো।
 

ক'দিনের ছুটি


ক'দিন ছুটি তে ছিলাম,
ভেবেছি অনেক ভালো থাকবো।
সে আর হোলো না।
আমার কাজই ভালো
আমার ব্যস্ত জীবনই ভালো
অন্তত ভুলে থাকার জন্যে
ব্যস্ততার মতন বড় কোন পথ্য নেই।

আমি আজ ফিরে যাচ্ছি কাজে
ফিরে যাচ্ছি আমার ব্যস্ততার বুকে।
যে কাজ আমায় ভুলিয়ে দেবে
কখনো কোথাও কোন এক একাকী মেঘ কেঁদে ওঠে
নীরব সাগরে
আর ভাবে ওখানে কি রূনি নামের কোন ঝিনুক আছে?
আমার ভুলে যেতে হবে
কখনো অভিজিতের রক্তাক্ত শার্ট অথবা
বন্যার কাটা আঙুল
ভুলে যেতে হবে
রাজীব , দীপন
অথবা তনু
কিংবা মিতুর আর্তনাদ
ভুলে যেতে হবে কোন এক পুরোহিতের
সকরুণ প্রার্থনা
অথবা আমার ভুলে যেতে হবে
নগ্ন হিংস্রতায় ভরা পহেলা জুলাই ।
আসলেই ভুলে যেতে হবে
অথবা
ভুলে যাবার ভান করতে হবে।
নয়তো
ঐ রক্তাক্ত লাশের রক্ত গন্ধের ভিতর
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে
এমন কি আমি আর দীর্ঘশ্বাস ও ফেলতে পারবোনা
আমি কি করে বাঁচবো তাহলে?
আমার কাজে যেতে হবে প্রিয় মানুষ
আমার ভুলে যেতে হবে
আর এভাবেই আমার বাঁচতে হবে।
আমরাতো এখন এভাবেই বেঁচে আছি।