ক'দিন ছুটি তে ছিলাম,
ভেবেছি অনেক ভালো থাকবো।
সে আর হোলো না।
আমার কাজই ভালো
আমার ব্যস্ত জীবনই ভালো
অন্তত ভুলে থাকার জন্যে
ব্যস্ততার মতন বড় কোন পথ্য নেই।
আমি আজ ফিরে যাচ্ছি কাজে
ফিরে যাচ্ছি আমার ব্যস্ততার বুকে।
যে কাজ আমায় ভুলিয়ে দেবে
কখনো কোথাও কোন এক একাকী মেঘ কেঁদে ওঠে
নীরব সাগরে
আর ভাবে ওখানে কি রূনি নামের কোন ঝিনুক আছে?
আমার ভুলে যেতে হবে
কখনো অভিজিতের রক্তাক্ত শার্ট অথবা
বন্যার কাটা আঙুল
ভুলে যেতে হবে
রাজীব , দীপন
অথবা তনু
কিংবা মিতুর আর্তনাদ
ভুলে যেতে হবে কোন এক পুরোহিতের
সকরুণ প্রার্থনা
অথবা আমার ভুলে যেতে হবে
নগ্ন হিংস্রতায় ভরা পহেলা জুলাই ।
আসলেই ভুলে যেতে হবে
অথবা
ভুলে যাবার ভান করতে হবে।
নয়তো
ঐ রক্তাক্ত লাশের রক্ত গন্ধের ভিতর
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে
এমন কি আমি আর দীর্ঘশ্বাস ও ফেলতে পারবোনা
আমি কি করে বাঁচবো তাহলে?
আমার কাজে যেতে হবে প্রিয় মানুষ
আমার ভুলে যেতে হবে
আর এভাবেই আমার বাঁচতে হবে।
আমরাতো এখন এভাবেই বেঁচে আছি।
ফিরে যাচ্ছি আমার ব্যস্ততার বুকে।
যে কাজ আমায় ভুলিয়ে দেবে
কখনো কোথাও কোন এক একাকী মেঘ কেঁদে ওঠে
নীরব সাগরে
আর ভাবে ওখানে কি রূনি নামের কোন ঝিনুক আছে?
আমার ভুলে যেতে হবে
কখনো অভিজিতের রক্তাক্ত শার্ট অথবা
বন্যার কাটা আঙুল
ভুলে যেতে হবে
রাজীব , দীপন
অথবা তনু
কিংবা মিতুর আর্তনাদ
ভুলে যেতে হবে কোন এক পুরোহিতের
সকরুণ প্রার্থনা
অথবা আমার ভুলে যেতে হবে
নগ্ন হিংস্রতায় ভরা পহেলা জুলাই ।
আসলেই ভুলে যেতে হবে
অথবা
ভুলে যাবার ভান করতে হবে।
নয়তো
ঐ রক্তাক্ত লাশের রক্ত গন্ধের ভিতর
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে
এমন কি আমি আর দীর্ঘশ্বাস ও ফেলতে পারবোনা
আমি কি করে বাঁচবো তাহলে?
আমার কাজে যেতে হবে প্রিয় মানুষ
আমার ভুলে যেতে হবে
আর এভাবেই আমার বাঁচতে হবে।
আমরাতো এখন এভাবেই বেঁচে আছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন