রবিবার, ২৪ জুলাই, ২০১৬

সবুজ নারী






সবুজ নারী যাচ্ছে বাড়ী
পাতার শাড়ী পড়ে
রোদের আকাশ মুখ ঢেকেছে
শ্রাবণ মেঘের তোড়ে।


পাতার বুকে এঁকেছিলেম
হৃদয় মাখা ঘর
সেই ঘরেতে বসত করে
অচিন যাদুকর। 


সোনার কাঠি, রুপোর কাঠি
ছোঁয়াই যত তারে
ঘুম ভাঙ্গেনা একবারটি
কেবল দূরে সরে।

সবুজ নারী, কল্পনারই
থাকুক আজীবন
স্বপ্নে আসুক, হাওয়ায় ভাসুক
ছিনিয়ে নিক মন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন