রবিবার, ২৪ জুলাই, ২০১৬

ইচ্ছে গুলো কেমন যেন






দৈনন্দিন জীবনের বেশীর ভাগ সময় জুড়ে তুমি আছো

আছো মুঠোফোনে
আছো মুখোমুখি দর্শনে
কবিতায়
আলিঙ্গনে
চুমু অথবা চরম মিলনে
সবখানে,
সকল সময়ে
বড় তীব্র তোমার উপস্থিতি।
মাঝেমাঝে অনুপস্থিত তোমাকে পেতে ইচ্ছে করে
ওখানে কেমন তুমি
কেমন তুমি নৈশব্দে
অথবা কেমন দীঘির ধারে
জলের পাশে একাকী বসে থাকায়
খুব জানতে ইচ্ছে করে
পিচঢালা রাস্তার দুপাশ জুড়ে অপরুপ লালে
সেজে থাকা কৃষ্ণচূড়া
কখনো কি বেশী সময় চুরি করে আমার?

আজ তেমনই এক বিকেল ছিল
কৃষ্ণচূড়ার রঙিন আলোয় উদ্ভাসিত আকাশ ছিল
আর আমার খুব ইচ্ছে ছিল একাকী থাকার
এমন কর বেঁধোনা বারেবার
আমার খুব ইচ্ছে করে
মাঝে মাঝে একাকী থাকার। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন