শুক্রবার, ২৯ মে, ২০১৫

তোমায় নিয়ে পণ




তোমায় নিয়ে পণ করবো ?
ছাড়বোনা  ওই হাত ?
কি ছুঁয়ে বলবো বল ?
আঁধার কালো রাত ?
ফুল ছোঁব কি ?
জল ছোঁব?
পাখি নয়তো গাছ ?
মিথ্যে ওসব 
স্বল্প আয়ু 
নেইতো ছুঁয়ে কাজ। 
চোখে তোমার আমার ছায়া 
ওকেই ছুঁয়ে দিই ?
জমবেনা জল ওই চোখেতে 
মৃত্যু অবধি। 


২টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. সুন্দর লিখলেন কবি। আমার হৃদয়ে দাগ কাটলেন কিছু শব্দ অনেক স্রিতি মনে করে দেয়। তবে কলম আর খাতায় কি প্রেম করা যায়? খুব বেশি হলে না হয় কিছু কবিতা আঁকা যায় প্রেম কিংবা বিরহের ভালোবাসা কিংবা বিচ্ছেদের মিলন আর দহনের। শব্দ যন্ত্রণায় কিন্তু ...... হয় না । ধন্যবাদ আপনাকে এই লিখাটার জন্নে। আমি একটু বাড়িয়ে লিখলাম কিছু মনে করবেন না।

      মুছুন