মঙ্গলবার, ২৬ মে, ২০১৫

ভালবাসা










অস্থির তারাটা হঠাত ছুটে এলো পৃথিবীতে
বুঝি বহু পরে জানতে পেরেছে
আকাশ তার জন্যে নয়।
বুঝিবা সবুজ পাহাড়ের কোলে নীলাভ আকাশ দেখে ভেবেছিলো
কাছেইতো ;
গাছ ছিলো কি সে কখনো  ,
একটা কোনো উঁচু ইউকালিপ্টাস ?
বড় যত্নে আকাশ ছুঁতে গিয়ে
তারাদের সাথে বন্ধু হয়ে
প্রেম কিনেছিলো ভালবাসা দিয়ে।
তবু কেনো ছুটে এলো পৃথিবীতে একলা রাতে ?
অদ্ভুত অভিমানে
হঠাত জেনে
আকাশ তার জন্যে নয় ,
আকাশ কখনো তার ছিলোনা।

1 টি মন্তব্য:

  1. কবিতায় অনিশ্চয়তা বাদের দার্শনিকতা ফুটে উঠেছে । কবিতার ফাঁকে ফাঁকে বেশ কারু কাজ ও গুজিয়েছেন যা কবিতা টিকে অনেক অর্থ বহ করে তুলেছে । খূব সুন্দর হয়েছে লিখাটা। অনেক শুভ কামনা আপনার জন্য প্রিয় কবি এবং বন্ধুবর।

    উত্তরমুছুন