শুক্রবার, ২৯ মে, ২০১৫

চিত্রা




চিত্রা ,
বড় অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ কর তুমি আমায় 
নির্বাক আমার কেবলই দেখার পালা ,
তুমি ছুঁয়ে দিলে সকাল হয় 
ছুঁয়ে দিলে রাত 
অথচ আসোনাতো কখনো 
রক্তমাংসের হয়ে !
আমার হও ইথারে ইথারে 
গভীর রাতে অথবা ভোরে। 
চতুর্পাশে কেবল একটাই ছবি 
তোমার  বুকে আমি 
কখনো আমার বুকে তোমার শান্ত পথচলা। 
বড় অদ্ভূতভাবে নিয়ন্ত্রণ কর তুমি আমায়। 
চিত্রা ,
তুমিকি আমারই আঁকা ছবি ?
নাকি প্রত্যহ আমাকেই এঁকে যাও 
এঁকে যাও আমার জীবন 
কখনো যত্নে 
কখনো অবহেলায় ?

৩টি মন্তব্য:

  1. দু'হাত বাড়িয়ে আছি
    ছুঁয়ে দিলে ঘর হবো।
    তোমার আকাশ হবো
    এঁকে বেঁকে গাছ হবো।

    উত্তরমুছুন
  2. অসাধারণ আপনার লেখনী...............

    উত্তরমুছুন