তোমায় নিয়ে পথ চলবার সাহস দাওনি ,
তোমায় ছাড়া পথ হারাবার শক্তি দাও।
সাগর পাড়ে চিত্কার করে বলতে দাওনি ,ভালবাসি
নিশীথ রাতে ঝড়ের সাথে ফিসফিসিয়ে বলতে দাও।
একলা রাতে গাছের সাথে মাখতে দাওনি পাতার গন্ধ
ফুলকুমারীর কাঁঠালচাঁপার সুবাস নাহয় মাখতে দাও।
জারুল বিছানো বেগুনী পথে নাইবা হলে চলার সাথী
লজ্জাবতীর কাঁটার ভাঁজে রক্ত পায়ে চলতে দাও।
আকাশ জুড়ে নাইবা হলো লাল গোলাপী ঘুড়ির ফাঁদ
আমায় তুমি মেঘের সাথে একলা একা ভিজতে দাও।
তোমায় নিয়ে স্বপ্ন দেখার চোখ যে গেলো ,চোখ তো নেই
জাগরণে আর স্বপনে চুম্বন নেই, চুম্বন নেই,
এবার নাহয় অন্ধকারেই তোমায় স্পর্শ করতে দাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন