আমার কথা ভেবে
কেবল আমার কথা ভেবে
থেকে যাও উষ্ণতায়।
থেকে যাও রোদ্দুরের ক্লান্তিহীন ছটায় ,
সূর্যটাকে মিনতি করেছি
আজকে হঠাৎ দুপুরবেলায় ,
ধার চেয়েছি একটু সময়
থাকুক বেশী আকাশ খানায় ,
আমার কথা ভেবে
কেবল আমার জন্যে
থেকে যাও ওই উষ্ণতায়
অসহ্য ঘামে
ভিজে উঠুক শাড়িটা তোমার
কেবল আমার কথা ভেবে আজ থেকে যাও
কিছুটা বেশি তাপে
ভিজুক শরীর
আর
ঘর্মাক্ত তোমার অস্থির পাগল সুবাসে
আমি আরেকবার
আর একবার সমর্পিত হই প্রিয়তমা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন