ক্লান্তিময় সারাদিনের শেষে
একটুখানি জোসনা রাত
বৃষ্টিভেজা কখনো
কখনো বা কুয়াশায় ধোঁয়াটে রাস্তায়
যানজটের তীব্রতায়
সিগনালে
অথবা ঘুপচি চায়ের দোকানটায়
ধরে নাও এই যান্ত্রিক শহরের
একটা কোনো সবুজ স্নিগ্ধতায়
কিছুটা জলের স্পর্শে থাকা
অল্প কালচে আকাশের নীচটায় ,
দাঁড়িয়ে থাকো যখন অপেক্ষায়
শুধু একমাত্র আমার অপেক্ষায় ?
মনে হয়
খুব তীব্রভাবে মনে হয়
এইতো আমি রাজকন্যা।
তোমার বুকের ঐ জমিন ছাড়া
আমার আর কোনো রাজ্য চাইনা।
যদি আমি এভাবে বলি কবিতার ছলে কবি। যখন বিপদ সংকেত নামিয়ে, সহিষ্ণুসমুদ্র সুস্থির সোপানে বসে চাঁদ ডেকে এনে বালির বাগান মেতে উঠে মৌলিক আদিরসে তখন তোমার কথা মনে পড়ে প্রথম লুব্ধতায়। যখন গোলাপ নিহত হয় সংজ্ঞাবিহীন ভোরের সঙ্গমে আদিম আলিঙ্গনে, পাঞ্চ কিপ পিছলে পড়ে চুলের অন্তিমে। তখন তোমার কথা মনে পড়ে প্রথম ঔদ্ধত্বায়। যখন জীবনের বিবর্ণ মধ্যাহ্নে সূর্যের ঘাড়ে স্বাতী তারা ফুটে স্থির ধ্রুবতারা লোভিত নাভির পল্লবে বাতিঘর হয়ে জ্বলে উঠে, তখন তোমার কথা মনে পড়ে প্রথম যন্ত্রণায় রাজকন্যা। আমার রাজ্য দিয়ে রাজ্য নিলাম। তোমার বুকের ঐ জমিন ছাড়া আমার আর কোনো রাজ্য চাইনা -ভাবনার সুন্দরতম প্রকাশ। প্রতিটা লাইন ভালো লেগেছে কবি।
উত্তরমুছুন