সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

পূজো













এই রৌদ এই বৃষ্টি
একি অনাসৃষ্টি
ভাল্লাগেনা কিচ্ছু
মন টানছে পিছু
একবারটি আয়
কাশবনেতে  যাই
তুলোর মেঘে ছেয়ে
আসছে দেবী ধেয়ে
শিউলী বরণ গায়
আলতাভরা পায়।

এই রৌদ এই বৃষ্টি
সব সুখেরই সৃষ্টি
ভাল্লাগছে সব
পাখির কলোরব
উল্লাসেতে তাই
পূজোর ভীড়ে যাই
তুলোর মেঘে ছেয়ে
আসলো দেবী ধেয়ে
শিউলিবরণ গায়
আলতাভরা পায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন