আমি এমন ভাবে কাছে দাঁড়িয়েছি সকল ছায়া দিয়ে এমন ভাবে জড়িয়ে ধরে আছি যে পালাতে চাইলেও পারবো না। আমি মধুকরের মতো মরণের ঘরে তোমার পাঁপড়ির পরাগের ভেতরে ঢূকে বসে আছি।অনেক সুন্দর লিখা আপনার কবি।বারবার পড়লাম, কাব্যরস আর আপনার প্রজাপতির চিত্র টি অনন্য রুপ দিয়েছে কবিতায়। এক কথায় অসাধারন।
আমি এমন ভাবে কাছে দাঁড়িয়েছি সকল ছায়া দিয়ে এমন ভাবে জড়িয়ে ধরে আছি যে পালাতে চাইলেও পারবো না। আমি মধুকরের মতো মরণের ঘরে তোমার পাঁপড়ির পরাগের ভেতরে ঢূকে বসে আছি।অনেক সুন্দর লিখা আপনার কবি।বারবার পড়লাম, কাব্যরস আর আপনার প্রজাপতির চিত্র টি অনন্য রুপ দিয়েছে কবিতায়। এক কথায় অসাধারন।
উত্তরমুছুন