সহজ মৃত্যু নয় বলে
দিয়েছিলাম নীল অপরাজিতার গাছ
লতানো সবুজ চারাটা
কেবলই যেন একটা কিছু আশ্রয়ের অপেক্ষায় ,
একটু আদর পেলেই উজাড় করে দেবে সমস্ত সবুজ।
ভালোবেসেছিলি ওকে ?
আদর দিয়েছিলি ?
বাঁচিয়ে রেখেছিস তো ?
ছানাপোনা কিছু হলো গাছটার ?
নীল নীলাম্বরী সেজে এখনও কি জানতে চাস ওর কাছে ?
"কার কষ্ট বুকে নিয়ে এত অদ্ভুত নীল ফুল হলি তুই ?"
একটা ছোট নীল প্রজাপতি রোজ আসতো ওই গাছটায় ,
ভারী জমতো ওদের খেলা।
প্রজাপতিটা ঠিক যেখানেই স্পর্শ করে দিতো ?
সেখানেই ফুটে উঠতো একটা করে নীল অপরাজিতা।
আর ওর না আসাটা বড্ড অস্থির করে তুলতো গাছটাকে।
আমি দেখতাম
খুব বুঝতে পেতাম ,
অপরাজিতা আর তো আমার নয়।
তাই একদিন পিছু নিলাম প্রজাপতিটার
দূর বহুদূর হারিয়ে গেলাম
হলুদ সর্ষে মাঠে।
ওখানে এক কোণে ছোট্ট এক টুকরো জমি
তোর অপরাজিতা এখন ওখানেই আছে
নীল প্রজাপতিটার সাথে।