অবস্থা বেশ খারাপ করেছিস কিন্তু।
চোখেতো প্রায় দেখিস না কিছুই।
ডাক্তার দেখাসনা কেনো ?
এমনি করেই ভুগবি ?
আর কষ্ট দিবি আমাকে ?
ক'টা "বাজে বলতো ?
অনেকটা রাত হয়ে গেলো।
তোকেতো বাড়ি পৌঁছে দিতে হবে।
এমন করে ছাড়া যায় নাকি একা ?
তোর হড়বড় কথা বলার অভ্যেসটা আজো রয়ে গেছে
যেদিন প্রথম একটু ঝাপসা দেখেছিলাম
সেই কোন কৈশোরে ,
তুই নারকেল পাতার কেমন একখানা
চশমা গড়ে দিয়ে হাসতে হাসতে বলেছিলি : এটা পড় ,
তোর চোখ একদম ঠিক হয়ে যাবে।
তারপর আর জানিনা।
জানিনা কোথায় হারালো দিনগুলো আমার ,
কোথায় তুই ?
জানিনা কিছুই।
শুধু জানি ওই পাতা দিয়ে একটা ঘড়িও হয়েছিলো।
সেই থেকে সময় আমার ওখানেই থমকে গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন