একটি তারা
পথের মাঝেই পথকে খুঁজি
পথেই খুঁজি সুখ
পথের কোণে থমকে থাকে
একটি তারার মুখ।
পথ চলেছে পথের মতন
অজানা কোন গাঁয়
আকাশ দেখি খুব মিশেছে
সবুজ সীমানায়।
একটি তারা হঠাত খসে
যেইনা পথে এসে
পথ বলছে আমি নেবো
অনেক ভালোবেসে।
হাঁটছি আমি নাম না জানা
অজানা ওই পথে
পাই যদি সেই তারার আলো
অন্ধকারের রথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন