শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

চন্দ্রাবতী









চাঁদকে ছোঁয়ার স্বপ্ন আমার
কি করে যে ছুঁই ?
আকাশ ছুঁতে পারিনাতো
মাটির বুকেই শুই।

শ্যামল ছায়ায় হঠাৎ শুনি
মিষ্টি নূপুর বাজে
আসছে ছুটে রাজকন্যা
মধুর রূপে সেজে।

ভাবছি আমি চন্দ্রাবতী
তোকেই আমার চাই ,
তোকে নিয়েই করবো বড়াই
চাঁদ দেখবে তাই।

হিংসুটে চাঁদ জ্বালবে আগুন
রুপোর রঙের বেশে
জোস্না গলে পড়বে সে যে
মোদের বুকে এসে।

1 টি মন্তব্য: