জানিস ?
কাউকে কখনো শেকড় থেকে উপড়ে ফেলতে নেই।
''হুম ,মানুষও গাছের মতন
বড্ড ভালোবাসায় শেকড় ছড়ায়। "
আর ওখান থেকে উপড়ে টেনে নিলেই হয়তো মৃত্যু
নয়তো বড় কষ্টের বেঁচে থাকা।
"ধীরে ধীরে শুকিয়ে অজানা রূপান্তর
অশত্থের হয়ে ওঠা লতানো কোনো মানিপ্ল্যান্ট।''
সমস্ত অহংকার ছুঁড়ে ফেলে যেন জানতে পারা
আমার কেউ নেই
''কোথাও কেউ নেই আমার।''
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন