শনিবার, ১২ মার্চ, ২০১৬

জোছনার অভিমান


আজ জোছনার অভিমান
রাঙা রাজকন্যার সাথে
বলে দিয়েছে আসবেনা আর
আমার চলার পথে।

চাঁদ টাকে ভালোবাসি
জোছনার প্রেমে মজি
সকাল হলেই চলে যায় তবু
রাত হলে পাই খুঁজি।

প্রিয়ার রুপের ভারে
গৌরবে হাসে মুখ
সদা সংশয় এই বুঝি প্রিয়া
কেড়ে নিলো সব সুখ।

তার চেয়ে চাঁদ ভালো
প্রতিরাতে জাগে নিশ্চয় 
এই পাই আর এই কি হারাই
থাকে নাতো কিছু সংশয় ।

ওগো চাঁদ তুমি থাকো
জোছনা হয়ে ঝরাও
অভিমানী প্রিয়া চলে যাক
কবির পরান গড়াও ।

কবিতার যৌবনে
যুগে যুগে তুমি থাকো,
প্রিয়ার অভিমানে
অমাবস্যা কে ডাকো ।

তবু চাঁদ তুমি থাকো,
তবু চাঁদ তুমি থাকো। 
 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন