ইচ্ছে করে যাই ছুটে ঐ শিমুলতলী গাঁয়
রঙিন পথে পথ হারাবো জড়িয়ে দুটি পায়।
সেই গাঁয়েরই একটি মেয়ে নামটি পারুল তার
সন্ধ্যে সকাল গাছের তলায় কাটছে সময় যার।
সেই মেয়েটি এলো চুলে শিমুলতলায় যায়
কাঠবেড়ালি অবাক হয়ে তার পেছনে ধায়।
পাখির সাথে কথা বলে তারার সাথে চলে
চাঁদের আলোয় মুখখানি ধোয় জ্যোৎস্না ঝরে গালে।
সেই মেয়েটির নেশার চোখে চোখ রেখেছি যেই
আমিতো আর আমার মাঝে নেই তো আমি নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন