উত্তুরে হাওয়ার তোড়ে
সূর্য বিধ্বস্ত ,
লুকিয়েছে চুপিচুপি
মেঘের আড়ালে নয়
নিজেরই আড়ালে যেন।
তির্যক কিরণ তার
পড়ছে চোখের তারায়
মনের ভেতরে খেলে বুঝি
কেবলই হারাই হারাই।
উষ্ণতা জমা নেই
তীব্রতা নেই
প্রিয়ার চিবুকে আজ
বিন্দু বিন্দু ঘাম নেই।
উত্তুরে হাওয়ার তোড়ে
জেনেছে আকাশ
খুব বেশী দূরে নেই
কুয়াশা বিলাস।
সূর্য বিধ্বস্ত ,
লুকিয়েছে চুপিচুপি
মেঘের আড়ালে নয়
নিজেরই আড়ালে যেন।
তির্যক কিরণ তার
পড়ছে চোখের তারায়
মনের ভেতরে খেলে বুঝি
কেবলই হারাই হারাই।
উষ্ণতা জমা নেই
তীব্রতা নেই
প্রিয়ার চিবুকে আজ
বিন্দু বিন্দু ঘাম নেই।
উত্তুরে হাওয়ার তোড়ে
জেনেছে আকাশ
খুব বেশী দূরে নেই
কুয়াশা বিলাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন